হানিমুনের প্ল্যান করেছেন, যাবার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

  • প্রতিদিন নিয়ম করে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজার মাস্ট
  • চোখে একটু মোটা করে আইলাইনার, মাসকারা লাগিয়ে নিন
  • ঠোঁটে হালকা করে লিপগ্লস লাগিয়ে নিন
  • বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না

সদ্যই বিয়ে করেছেন। ইতিমধ্যে হানিমুনের প্ল্যান ও হয়ে গেছে। এবার শুধু যাবার অপেক্ষা। হানিমুন মানেই একটা স্পেশ্যাল ব্যাপার। স্পেশ্যাল ড্রেস, স্পেশ্যাল ডিনার, স্পেশ্যাল সাজগোজ সবকিছুই যেন একটু বেশিই স্পেশ্যাল থাকে। হানিমুনে গিয়ে নিজেকে অন্যভাবে সাজিয়ে তুলতে প্রত্যেকেই চেষ্টা করেন।  তার জন্য দরকার প্রপার সাজগোজ। কিন্তু হানিমুনে তো আর বিউটিশিয়ানকে নিয়ে  যাওয়া সম্ভব নয়। তাই নিজেকেই নিজের মতোন করে সাজিয়ে তুলতে হবে। শুধু মাথায় রাখতে হবে কয়েকটি সহজ টিপস । তাহলেই কেল্লাফতে। হানিমুনে গিয়ে কীভাবে সেজে পতিদেবের নজর কাড়বেন রইল তার বিশেষ টিপস।

আরও পড়ুন-বিয়ের আগে ভুল করেও এইসব খাবার খাবেন না, তাহলেই হতে পারে মারাত্মক বিপদ...

Latest Videos

প্রতিদিন নিয়ম করে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজার মাস্ট। এতে ত্বক ভাল থাকবে। নিজেকে উজ্জ্বল দেখাতে চাইলে হালকা করে ফাউন্ডেশন ব্যবহার করুন। তবে কেনার সময় সর্তক থাকতে হবে। নিজের স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে ফাউন্ডেশন লাগাবেন।

চোখে একটু মোটা করে আইলাইনার, মাসকারা লাগিয়ে নিন। এতে অনেক বেশি করে নিজেকে হাইলাইট করতে পারবেন।

ঠোঁটে হালকা করে লিপগ্লস লাগিয়ে নিন।

আরও পড়ুন-দুর্গন্ধের ভয়ে জুতো পড়তে ভয় পাচ্ছেন, জেনে নিন সমাধানের উপায়...

ঠোঁটে যখন ডিপ রঙের কোনও লিপস্টিক লাগাবেন তখ এর ঠিক উল্টোটা করবেন। অর্থাৎ চোখে হালকা করে কাজল লাগিয়ে নিন, তাহলেই রেডি।

বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না যেন। তারপর মেক আপ লাগান। 

মেক আপ অবস্থায় একদম ঘুমোবেন না। রাতে ঘুমানোর সময় স্কিন রিমুভাল দিয়ে মেক আপ মুছে তারপর শোবেন।

রাতের বেলা নাইট ক্রিম অবশ্যই লাগাবেন।

যাদের ত্বক রুক্ষ প্রকৃতির তারা সবসময় ময়েশ্চারাইজার সঙ্গে রাখুন।
 

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর