রাজ্য সরকারের রূপশ্রী পদে কর্মী নিয়োগের জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। রাজ্য সরকারের ওয়েবসাইটে এই পদের বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য। কন্যাশ্রীর মত যুবশ্রী প্রকল্পও এর আগে নজর কড়েছে। এবার কন্যাশ্রী প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করার উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। এই পদের জন্য রাজ সরকারের তরফ থেকে দেওয়া হবে মোটা বেতন। আবেদন জমা দিতে পারবেন আগামী ২৭ মার্চ অবধি।
আরও পড়ুন- দশগুণ দাম বাড়তে পারে ৪জি ডেটার, মাশুল বাড়ানোর পরিকল্পনায় জিও থেকে এয়ারটেল
আগ্রহী আবেদনকারীরা রাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার "রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রূপশ্রী পদে কর্মী নিয়োগের জন্য দেওয়া নির্দেশাবলী মেনে তবেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। রাজ্য সরকারের এই প্রকল্পে হিসাব রক্ষক এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে হবে এই কর্মসংস্থান।
আরও খবর- অষ্টম শ্রেণী পাশে রাজ্য সরকারের চাকরিতে একাধিক শূণ্যপদ, রইল বিস্তারিত
রূপশ্রী প্রকল্পের এই পদে রয়েছে ৪ টি শূণ্যপদ। বেতন প্রতিমাসে ১৫ হাজার টাকা। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ট্যালি, প্রেজেন্টেশন প্যাকেজ, স্প্রেডশিট, এমএস অফিস-এর কাজ জানতে হবে। প্রার্থীর ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আরও বিস্তারিত তথ্য জানতে জ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইট-এ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করে পেয়ে যান বিস্তারিত তথ্য -
ক্লিক করুন এই লিঙ্কে- http://vikaspedia.in/social-welfare/women-and-child-development/child-development-1/girl-child-welfare/state-wise-schemes-for-girl-child-welfare/west-bengal-sabujsathi-bi-cycle-distribution-scheme