মশার হাত থেকে বাঁচাবে এবার গাছ
বাড়ি থেকে মশা দূর করতে লাগিয়ে ফেলুন এই পাঁচটি গাছ
কমবে মশার উপদ্রব
জেনে নিন কোন পাঁচ গাছে মিলবে সমাধান
গাছ আরও যে কোন কোনও উপা. আমাদের সাহাষ্য করে থাকে তা হয়তো এখনও অনেকেরই অজানা। ছোট খাটো সমস্যা থেকে শুরু করে জীবন দায়ী অক্সিজেন তৈরি, জীবন যাবনে তার ভুমিকা অপরিসীম। অনেকেরই ধারনা কাছে পিঠে কোথাও জঙ্গল, গাছ, থাকলে বাড়তে পারে মশার উপদ্রব। কিন্তু এই ধারনার বিপরীতেই চলে এমনই পাঁচ গাছের হদিশ রইল এখানে। যা লাগালে মশার উপদ্রব কমবে তড়িঘড়ি।
আরও পড়ুনঃ কোন ধরনের চপিং বোর্ড স্বাস্থ্যের পক্ষে নিরাপদ! কাঠ না প্লাস্টিক
আরও পড়ুনঃ কানে ব্যাথার সমস্যায় ভোগেন অনেকেই! এবার ৫টি ঘরোয়া উপায়ে সারিয়ে ফেলুন এই সমস্যা
জেনে নিন কোন কোন গাছ লাগালে মশার হাত থেকে রক্ষা পাবেন আপনিঃ
১) তুলসি গাছ লাগিয়ে ফেলুন বাড়ির বাগানে কিংবা ছাদে। এতে ভেষজ গুণ রয়েছে এই গাছে। ফলে মশাকে ধারে কাছে মোটেই আসতে দেয় না। ফলে এই গাছ আশে পাশে থাকা ভালো।
২) বিশেষ করে একটু শহরতলীর বাইরে মশার প্রভাব অনেকটা বেশি। এই এলাকায় মশার হাত থেকে বাঁচতে অবশ্যই সঙ্গে রাখুন লেবু গাছ। কারণ লেবু গন্ধ মোটেই পছন্দ করে না মশা।
৩) রসুন গাছের উপকারিতাও অনেক। এর চড়া গন্ধ থাকার ফলে মশা তা সহ্য করতে পারে না। তাই রসুনের ঘন্ধ যদি আপনার আশে পাশে থাকে, তবে মশার হাত থেকে মিলবে রেহাই।
৪) আদা যদি থাকে তবে তাও মশা তাড়াতে সাহায্য করে। বাড়ির বারান্দায়, সদর দরজার কাছে তৈরি করুন এই গাছ।
৫) গাঁদা ফুলের গাছ লাগিয়ে নিন। শুধু মশা কেন, অন্য কোনও পোক মাকরের সমস্যারও সমাধান ঘটবে চটজলদি।