কখনও রুক্ষ্ম চুল, কখনও খুশকির সমস্যা, এর সঙ্গে চুল পড়ার সমস্যা তো আছেই। এই সমস্যা থেকে বাঁচতে বাজার চলতি হাজারও প্রোডাক্ট (Product) ব্যবহার করে থাকি সকলে। এবার মেনে চলুন ঘরোয়া টোটকা। চুল ভালো রাখতে হেয়ার ডিটক্স করুন। জেনে নিন কী করে করবে।
সারা বছরই লেগে থাকে চুলের (Hair) একাধিক সমস্যা। কখনও রুক্ষ্ম চুল, কখনও খুশকির সমস্যা, এর সঙ্গে চুল পড়ার সমস্যা তো আছেই। এই সমস্যা থেকে বাঁচতে বাজার চলতি হাজারও প্রোডাক্ট (Product) ব্যবহার করে থাকি সকলে। এবার মেনে চলুন ঘরোয়া টোটকা। চুল ভালো রাখতে হেয়ার ডিটক্স করুন। জেনে নিন কী করে করবে।
অ্যাপেল সিডার ভিনিগার (vinegar) চুলের জন্য বেশ উপকারী। এই উপাদান চুলের পুষ্টি জোগায়, সঙ্গে চুল সিল্কি (Silk) করে। ২ কাপ জলে ২ কাপ অ্যাপেল সিডারি ভিনিগার দিন। শ্যাম্পু করার পর এই জল দিয়ে চুল ধুয়ে নিন। এতে চুল যেমন সাইন করবে, তেমনই মজবুত হবে। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার।
সামুদ্রিক লবণের গুণে চুল ডিটক্স করা যায়। সামুদ্রিক লবণ (Sea Salt) মিহি করে গুঁড়ো করে নিন। এবার তা শ্যাম্পুর বোতলে ভরে ভালো করে মেশান। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন এই শ্যাম্পু করুন। শ্যাম্পুর পর কনডিশার ব্যবহার করবেন। চাইলে ঘরোয়া কনডিশনার ব্যবহার করতে পারেন। সামুদ্রিক লবণের গুণে স্ক্যাল্পে জমে থাকা সকল নোংরা দূর হবে। সঙ্গে চুল পড়ার সমস্যা কম হবে। স্ক্যাল্পে নোংরা জমে জীবাণু সংক্রমণ হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সামুদ্রিক লবণের গুণে।
মধু চুলের জন্য বেশ উপকারী। হেয়ার ডিটক্স (Hair Detox) করতে ব্যবহার করতে পারেন মধু। একটি কাপ জলে ১ চামচ মধু (Honey) দিন। শ্যাম্পু করার পর এই জলে চুল ধুয়ে নিন। এতে একদিকে যেমন চুল সিল্কি হবে, তেমনই মধুর গুণে চুলে পুষ্টির জোগান ঘটবে। সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন এই উপকরণ।
নারকেল দুধে থাকা একাধিক উপাদান চুলের জন্য উপযোগী। ১ কাপ নারকেল দুধ, ১ কাপ ক্যাস্টাইল সোপ, ভিটামিন ই অয়েল (Vitamin E) নিয়ে ভালো করে মেশান। এই উপকরণ দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। নারকেল দুধ, ক্যাস্টাইল সোপ ও ভিটামিন ই চুলে পুষ্টি জোগাবে। চুল যেমন মজবুত (Strong) করতে, তেমনই রোধ করবে তুল পড়ার সমস্যা। সপ্তাহে ১ দিন ব্যবহার করতে পারেন এই উপকরণ। এটি উপকারী হেয়ার ডিটক্স হিসেবে পরিচিত।
আরও পড়ুন: ডাস্ট অ্যালার্জির সমস্যায় নাজেহাল অবস্থা, জেনে নিন সমস্যা থেকে বাঁচবেন কী করে
আরও পড়ুন: শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে যোগাসনে, রইল পাঁচটি আসনের হদিশ
আরও পড়ুন: হেয়ার ব্লিচিং করার আগে এই চার ভুল করবেন না, জেনে নিন কী করলে চুলের ক্ষতি হয়