ফেসিয়ালের পর ভুলেও এই তিনটি জিনিস করবেন না, মুহূর্তে দেখা দেবে কালচে ভাব

ত্বক উজ্জ্বল করতে প্রতি মাসে ১ টি করে ফেসিয়াল (Facial) করে থাকি সকলে। কিন্তু, ফেসিয়াল করলে সব সময় যে মুখে জেল্লা আসে এমন নয়। এর কারণ হতে পারে আমাদেরই ভুল। এবার থেকে ফেসিয়াল করার পর এই তিনটি কাজ ভুলেও করবেন না।  

ত্বকের যত্ন (Skin Care) নিতে আমরা কত কী করে থাকি। নিয়মিত ক্লিনজিং (Cleansing), টোনিং (Toning) ও ময়েশ্চরাইজিং (Moisturizing)। এরপর প্যাকের ব্যবহার। ঘরোয়া প্যাক কিংবা বাজার চলতি প্রোডাক্টের ব্যবহার চলে নিয়মিত। এই সবের পরেও সব সময় ত্বক উজ্জ্বল হয় এমন নয়। আর সে কারণেই, ত্বক উজ্জ্বল করতে প্রতি মাসে ১ টি করে ফেসিয়াল (Facial) করে থাকি সকলে। কিন্তু, ফেসিয়াল করলে সব সময় যে মুখে জেল্লা আসে এমন নয়। এর কারণ হতে পারে আমাদেরই ভুল। এবার থেকে ফেসিয়াল করার পর এই তিনটি কাজ ভুলেও করবেন না।  

সূর্যের আলোয় (Sun Light) বের হবেন না ফেসিয়াল করলে। অনেকেই পার্লার থেকে ফেসিয়াল করার পর রোদের আলোয় বের হন। এতে নিজেদের অজান্তেই ত্বকের ক্ষতি হয়। ফেসিয়াল করার পর মুখ ঢেকে বের হবেন। তা না হলে সহজে ট্যান পড়ে যায়। আবার ফেসিয়ালের সময় ফোর্সগুলো খুলে যায়। তাই ফেসিয়ালের পর ধুলোয় বের হওয়াও উচিত নয়। এতে ত্বকের রোমকূপে সহজে নোংরা জমে। যা বের করা কঠিন হয়ে দাঁড়ায়। আর এই নোংরার জন্য ত্বক কালচে দেখা। তাই এবার থেকে ত্বক উজ্জ্বল করতে অবশ্যই ফেসিয়ালের পর মেনে চলুন এই টোটকা। 

Latest Videos

ভুলেও মেকআপ (Makeup) করবেন না ফেসিয়ালের পর। এতে ত্বকের ক্ষতি হয়। কোনও অনুষ্ঠান থাকলে তার ৩ দিন আগে ফেসিয়াল করে নিন। কারণ ফেসিয়াল করলে তখনই মুখ উজ্জ্বল হয় না। ত্বকের জেল্লা আসতে নির্দিষ্ট সময় লাগে। আর ফেসিয়ালের পর মেকআপ করলে রোমকূপে সেই মেকআপ ঢুকে যায়। এতে ত্বকেরই ক্ষতি হয়। তাই এবার থেকে অবশ্যই এই নিয়ম মেনে চলুন। 

স্ক্রাবিং (Scrubbing) করবেন না ফেসিয়াল করার পর। ফেসিয়াল করার সময় এমনিতেই মুখের নোংরা পরিষ্কার করা হয়। ত্বকের রোমকূপে জমে থাকা সকল নোংরা বেরিয়ে যায়। তাই আবার যদি ফেসিয়াল করেন তা হলে ত্বকেরই ক্ষতি হয়। এবার থেকে মেনে চলুন এই টোটকা। তবেই, ফেসিয়ালের পর ত্বক উজ্জ্বল দেখাবে। ফেসিয়াল করার পর পার্লার থেকে ত্বকের যত্ন নেওয়ার জ্য নির্দিষ্ট নিয়মের কথা বলে দেন বিউটিশয়নরা। এবার থেকে সেটা মেনে চলুন। তা না হলে হাজার খরচ করে ফেসিয়াল করার পরও ত্বক উজ্জ্বল হবে না।  

আরও পড়ুন- পালিত হচ্ছে দ্য ডে অফ আনবর্ন বেবি, গর্ভপাত রুখতে গুরুত্ব দিন এই কয়টি বিষয়

আরও পড়ুন- হতাশা দূর হবে এই পাঁচ টোটকায়, জেনে নিন কী করে সামলাবেন নিজেকে

আরও পড়ুন- সাবধান শুক্রবার ভুলেও এই কাজগুলি করবেন না, তাহলে বিপদে পড়বেন আপনি
 

Share this article
click me!

Latest Videos

শোকজের উত্তর দিয়ে ফের বিস্ফোরক মন্তব্য Humayun Kabir-এর, দেখুন কী বলছেন
‘Pakistan-এর মতো অবস্থা করে দেবো Bangladesh-এর’ Suvendu Adhikari-র চরম বার্তা | Suvendu Adhikari
Rajesh Karla-র সঙ্গে বিশেষ আলোচনায় Sebastian Coe, মুখ খুললেন ভারত, মোদী এবং তাঁর জীবনযাত্রা সম্পর্কে
Bangladesh ইস্যুতে অবশেষে মুখ খুললেন Mamata Banejee, দেখুন কী বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘Yunus সাহেবের আদৌ মেরুদণ্ড সোজা আছে কিনা সন্দেহ!’ Sukanta-র ঝাঁঝালো তোপ ইউনূসকে | Sukanta M