Weight Loss: আম খেয়ে ওজন কমান, রইল এক বিশেষ স্মুদির হদিশ, জেনে নিন কোন উপায় কমবে ওজন

রইল এক বিশেষ স্মুদির হদিশ। গরমে নিয়ম করে খান এই স্মুদি। এতে পেটও ভরবে ওজনও কমবা।

গরমের বাজার ভরে গিয়েছে আমে। সুমিষ্ট আম প্রায় সকলেরই পছন্দের। এই আম শুধু স্বাদে নয়, গুণেও টেক্কা দেয় অন্যান্য ফলকে। স্বাস্থ্যর উন্নতি ঘটানোর সঙ্গে ওজন কমান আম খেয়ে। আজ রইল এক বিশেষ স্মুদির হদিশ। গরমে নিয়ম করে খান এই স্মুদি। এতে পেটও ভরবে ওজনও কমবা।

আমের এই স্মুদি বানাতে প্রথমে প্রয়োজন একটি কাঁচা আম। কুকারে পরিমাণ মতো জল নিন। তাতে দিন আম। এবার কুকারের ঢাকা বন্ধ করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে তা বের করে ঠান্ডা করুন। এবার আমের খোসা ছাড়িয়ে নিন। এবার ভিতরের আঁটির অংশ বের করে আম একটি পাত্রে ঢালুন। অন্য দিকে, ৩ ছেকে ৪ টে পুদিনে পাতা নিয়ে ধুয়ে নিন। এবার মিক্সিতে আম, পুদিনা পাতা, বরফের টুকরো ও জল দিন। এবার ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি গ্লাসে ঢালুন। এতে দিন জোয়ান, জিরে গুঁড়ো, মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তৈরি আমের শরবত। ডায়েটিং এর সময় এই শরবত খেতে পারেন। এতে আছে মাত্র ৫৫ ক্যালোরি। এই শরবত খেলে শরীর ঠান্ডা হবে। তেমনই এই শরবত খেলে কমবে ওজন। ডায়েটিং এর সময় কী খাব, কী খাব না তা অধিকাংশই ঠিক করে উঠতে পারি না। এই সমস্যা থেকে মিলবে মুক্তি। নিয়ম করে খান আমের এই বিশেষ শরবত

Latest Videos

বাড়তি মেদ কমাতে সকলেই থাকেন চিন্তায়। সকলেই নানান পদ্ধতি মেনে চলেন। কেউ বাড়তি মেদ কমাতে কঠিন এক্সারসাইজ করেন তো কেউ মেদ কমাতে কঠিন ডায়েট করেন। আজ রইল মেদ কমানোর সহজ টোটকা। এবার পরিশ্রম ছাড়াই কমবে বাড়তি মেদ। গরমে মেদ কমাতে মেনে চলুন সহজ টোটকা। খাদ্যতালিকায় যোগ করুন এই শরবত। এতে আছে ভিটামিন এ, সি, ডি ও ফাইবার। তেমনই খেতে পারেন কয়টি ফল। গরমের আমের পাশাপাশি এই কয়টি ফল খেলে কমব বাড়তি মেদ। নিয়ম করে তরমুজ খান। গরমে তরমুজ খেয়ে থাকেন অনেকে। অনেকেরই পছন্দের খাবারের তালিকায় আছে তরমুজ। এই সময় ওজন কমাতে চাইলে রোজ তরমুজের জুস খান। গরমে ওজন কমাতে রোজ ১ কিংবা ২ টো করে শসা খান। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। এতে কমবে ওজন। 

 

আরও পড়ুন

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখবে এই কয়েকটি ভেষজ, জেনে নিন সেগুলি সম্পর্কে

স্ক্যাবিস খুব বিপজ্জনক এক চর্মরোগ, জেনে নিন এই রোগের কারণ ও প্রাথমিক লক্ষণগুলি

সকালে ঘুম থেকে উঠতেই পারেন না ? রইল সকালে ঘুম ভেঙে যাওয়ার কয়েকটা সহজ টিপস

 

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News