গাজর
শীতকালীন এই সবজিটি বছরভর পাওয়া যায়। গাজরে আছে বিটা ক্যারোটিন। যা এক প্রকারল অ্যান্টি অক্সিড্যান্ট, অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই সবজি। গাজরে আছে ফাইবার। বিপাকহার ও হজম ক্ষমতা বৃদ্ধি করে তা কোলন এবং পাকস্থলির ক্যান্সার ঝুঁকি কমিয়ে দেয়। তবে, চিকিৎসকার বলেছেন, কাঁচা নয়, সেদ্ধ বা কম তেলে রান্না করে এটি খান। এতে হজম ক্ষমতা হবে উন্নত।