কলকাতার বিখ্যাত খাবারগুলির মধ্যে রয়েছে রোল। এগ, চিকেন, মটন রোল তো যথেষ্ট জনপ্রিয়। পাশাপাশি ভেজ, পনির, চিজ রোলও হাল ট্রেন্ড কলকাতায়। আর কলকাতার রোলের কথা বললেই মনে পড়ে যায় পার্কস্ট্রিট। হটকাটি রোল বিখ্যাত। তবে শুধু পার্কস্ট্রিট নয়, কলকাতার ওলিগলিতেও কিন্তু সুস্বাদু রোল বিক্রি হয়।