Durga Puja 2023: দুর্গাপুজোর খাওয়া দাওয়া জমে উঠুক গঙ্গায় ভাসমান এই রেস্তোরাঁতে

এবারের দুর্গাপুজো উদযাপনের জন্য বাংলা ও বাঙালির প্রস্তুতি এখন তুঙ্গে! এর সঙ্গে তাল মিলিয়ে উৎসবে পেট পুজোয় সামিল হচ্ছে বাঙালি। পুজো উদযাপনের জন্য একটি এক্সক্লুসিভ মেনু সাজিয়ে তৈরি গঙ্গায় ভাসমান রেস্তোরাঁ পোলো ফ্লোটেল।

 

Durga Puja Special Food: দুর্গাপুজো মানে যেমন নতুন জামা, দুর্গাপুজো মানে আবার জমিয়ে খাওয়া দাওয়া আর এই খাওয়া দাওয়া যদি গঙ্গা বক্ষে উন্মুক্ত পরবেশে হয় তবে তো কোনও কথাই নেই। ঠিক এমনই রাজকীয় পেট পুজোর আয়োজন করেছে কলকাতার গঙ্গার উপর ভাসমান এই রেস্তোরাঁ পোলো ফ্লোটেল। দীর্ঘদিনের পুরোনো ও হারিয়ে যাওয়া খাঁটি বাঙালির ঐতিহ্যবাহী পদগুলোর বেশিরভাগই মিলবে এখানে। যাকে বলে একেবারে মাছে-ভাতে বাঙালির জন্য সেরা ঠিকানা এই পোলো ফ্লোটেল।

পুজোর স্পেশাল মেনু হিসেবে থাকছে সাদা ভাত বা পোলাও, সঙ্গে থাকছে মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটোল ভাজা, শাক ভাজা, কুমড়ো ফুলের বড়া, পেঁয়াজ পোস্তর বড়া, চিংড়ির পাতুরি।মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটোল ভাজা, শাক ভাজা, কুমড়ো ফুলের বড়া, পেঁয়াজ পোস্তর বড়া, চিংড়ির পাতুরি। থাকছে কচি পাঁঠার ঝোল, কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি, পনির ভাপা, পোস্ত মুরগি, পাবদা মাছের ঝাল-সহ আরও নানা পদ। এই এত বাঙালি পদ মিলবে এই রেস্তোরাঁতে।

Latest Videos

পুজোর দিনগুলোয় এখানে লাঞ্চ বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে। ডিনার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৩টে পর্যন্ত চলবে। তবে পারলে আগে থেকে নিজের জন্য টেবিল বুক করে নেবেন। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু করে এই পেটপুজোর আয়োজন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। স্পেশাল থালির দাম পড়বে ১৯৯৯ টাকা সঙ্গে আলাদা ট্যাক্স।

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী