রবিবাসরীয় বাজারে দুপুরের খাবারের মেনুতে নতুন রেসিপি "চিকেন মল্লিকা"

Published : Sep 14, 2025, 05:35 PM IST
Sunday special recipe in afternoon chicken mallika

সংক্ষিপ্ত

chicken mallika: রবিবারের দুপুরে চিকেন এর নতুন রেসিপি দিয়ে মন জিতে নিন পরিবারের। রাঁধুন চিকেন মল্লিকা। দেখুন পুরো রেসিপি। 

আজকে রবিবারের বাজার। সবার বাড়িতেই চিকেন,মাটন,আরো নানা রকম প্রিপারেশন তো হবেই রবিবাসরীয় বাজারে। তাই আজ একটা অন্য রকম রেসিপি "চিকেন মল্লিকা" নিয়ে হাজির হলাম, আসুন দেখে নেওয়া যাক এর উপকরণ ও পদ্ধতি।

চিকেন মাল্লিকায় উপকরণ লাগছে :

* চিকেন - ৬০০ গ্রাম * বড় টুকরো করা ক্যাপসিকাম - ১টি * বীজ ফেলে কাটা টমেটো - ১টি * পাতি লেবুর রস - ২ চামচ * পেঁয়াজ কুচি - ১ কাপ * ভেজানো কাজু - ১০ টি * ভেজানো কিশমিশ - ১০ টি * টক দই - ৪ চামচ * আদা রসুন বাটা - ২ চামচ * লঙ্কা গুঁড়ো - ১ চামচ * জিরে গুঁড়ো - ১/২ চামচ * ধনে গুঁড়ো - ১/২ চামচ * গোটা গরম মশলা - পরিমান মতো * চিলি ফ্লেক্স - ১ চামচ * চিনি  -১ চামচ * নুন - পরিমান মতো * সাদা তেল - ১০০ গ্রাম * ঘী - ৪ চামচ * রসুন কুচি - ১ চামচ * আদা কুচি - ১/২ চামচ * তেজ পাতা - ২ টি * শুকনো লঙ্কা - ২ টি

চিকেন মল্লিকার প্রণালী :

প্রথমে চিকেনে নুন ও লেবুর রস মাখিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। অন্য দিকে ২ চামচ তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ২টি পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে নিয়ে তাতে ৪ চামচ টক দই ও ভেজানো কাজু, কিশমিশ অল্প চিনি একসাথে বেটে রাখতে হবে।

এবারে কড়াইয়ে ১০০ গ্রাম সাদা তেল ও ১চামচ ঘী গরম করে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে ১টি পেঁয়াজ কুচি লাল করে ভেজে তাতে ম্যারিনেট করে রাখা চিকেন ও আদা- রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে একে একে নুন ,লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়া দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে। এরপর তেল ছাড়তে শুরু করলে বেটে রাখা পেঁয়াজ কাজুর মিশ্রন দিয়ে আরো কিছুক্ষন কষিয়ে নিয়ে প্রয়োজন হলে অল্প জল দিয়ে ঢেকে রান্না করতে হবে আরও ২ মিনিট মতো। অন্য দিকে একটি কড়াইয়ে ১ চামচ ঘী দিয়ে তাতে রসুন কুচি, আদা কুচি একটু ভেজে তাতে চিলি ফ্লেক্স , ক্যাপসিকাম ও টমেটো কুচি হাল্কা ভেজে তা চিকেনের সাথে মিশিয়ে নিলেই তৈরি একদম নতুনত্ব স্বাদের চিকেন মল্লিকা ।

এই প্রেপারেশনটি আপনারা পোলাও, নান ,পরোটা, রুটি সব কিছুর সাথেই আনন্দ সহকারে খেতে পারবেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে সাতটি সুপারফুড, জানুন একঝলকে
শীতের দিনে মুখের স্বাদ বদলান, খুব সহজেই বানিয়ে ফেলুন পালং কর্ন রেসিপি