
ফুচকা খেতে ভালোবাসেন না এমন মানুষ পাওয়াই দুষ্কর। তবে এই দুমূল্যের বাজারে ১০ টাকায় কোথাও মেলে ৪টে তো কোথাও ৫টা । কিছু কিছু জায়গায় অবশ্য বেশি পাওয়া যায় । জানেন কি মাত্র ২০ টাকাতে দেওয়া হচ্ছে আনলিমিটেড ফুচকা। সোজা কথায় ২০ দিয়ে পেটপুরে মিলবে ফুচকা খাওয়া সুযোগ । খাওয়ার পাশাপাশি রয়েছে উপহার পাওয়ার সুবর্ন সুযোগ। এই অফার এনে ইতিমধ্যেই ভাইরাল শ্যামলের ফুচকার স্টল।
পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে এলে দেখা মিলবে এই আনলিমিটেড ফুচকার স্টলকে । এই স্টলের বিশেষতঃ হল ২০ টাকা দিলেই পেট পুরে মিলবে ফুচকা খাওয়ার সুযোগ । সকলের জন্যই রয়েছে এই ব্যবস্থা। তবে সপ্তাহে শুধুমাত্র একদিনের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে । শুধুমাত্র বুধবারেই মিলবে আনলিমিটেড ফুচকা মাত্র ২০ টাকা দিলেই। প্রত্যেকদিন ফুচকার স্টল নিয়ে বসছেন ফুচকা বিক্রেতা শ্যামল দেবনাথ । এই ফুটকার স্টলের দেখা মিলবে কাটোয়া শহরের কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনেই । এলাকা তো বটেই গোটা জেলাজুড়ে ভাইরাল শ্যমল দেবনাথের ফুচকার স্টল । এই উদ্যোগের কারণ হিসেবে শ্যামল দেবনাথ জানিয়েছেন, পেট ভরে ফুচকা খাওয়ার ইচ্ছেটা কিন্তু অনেকেরই থাকে। সকলের কাছে পর্যাপ্ত টাকা নাও থাকতে পারে, তাই মন ভরে ফুচকা খাওয়া ইচ্ছেটা অপূর্ন থেকে যায় তাদের। তাই সেইসব মানুষদের কথা ভেবে সকলের জন্য ২০ টাকায় আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ভাবনা নিয়েছি। শুধুধু তাই নয় একটি নির্দিষ্ট পরিমান ফুচকা খেতে পারলেই মিলবে উপহার। ৫০ টা ফুচকা পেটে ঢুকলেই আপনি পেয়ে যেতে পারেন একটা ৫০০ মিলি কোল্ড ড্রিংসের বোতল। ১০০টা খেলেই উপহার মিলবে ২ লিটারের কোল্ড ড্রিংস। ১০১ পিস হলেই মিলবে নগদ পুরস্কার । শুধু তাই নয় ১৫০ পিস খেতে পারলে হাতে পেয়ে যাবেন ৫০১ টাকা নগদ ও সঙ্গে উপহার মিলবে একটি মাটির জলের বোতল ।
তবে ফুচকা বিক্রিতা পরিস্কার জানিয়ে দিয়েছেন, শ্বাস্থ্যের কথা ভেবে ফুচকা খেতে হবে নিজের দায়িত্বে। উপহারের লোভে শরীরকে কষ্ট দিয়ে ফুচকা না খাওযাই ভালো বলে মনে করছেন অনেকেই। তবে স্থানীয়রা জানিয়েছেন, এই ভাইরাল ফুচকার স্টলের ফুচকার স্বাদ খারাপ নয়। ১লা বৈশাখ, ১লা জানুয়ারি আর ২৫ডিসেম্বর । এই বিশেষ দিনগুলোতে সকলকে বিনামূল্যে ফুচকা খাওয়ান শ্যামলবাবু। তবে তাঁর এই আনলিমিটেড ফুচকা দেওয়ার চিন্তাভাবনা একটু অন্য ধরনের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।