এছাড়াও আরেকটি পরীক্ষা রয়েছে, ডিম ধরে কানের কাছে ঝাঁকান। আসল ডিম যদি অনেকদিনের পুরনো হলে লক্ষ্য করবেন একটা হালকা আওয়াজ আপনি অনুভব করবেন। অন্যদিকে, নকল ডিম যদি হয় তবে কানের কাছে ঝাঁকালেই জোরে আওয়াজ শুনতে পাবেন।
আর একটি বিষয় দেখবেন নকল ডিম সেদ্ধ করার পর কুসুম অনেকটা রাবারের মতো লাগবে। এ ছাড়াও নকল ডিমের খোলস পুড়ালে প্লাস্টিকের গন্ধ পেলেই আসল নকলের পার্থক্য বুঝবেন।