ছোলার ডাল-১ কাপ (ভিজিয়ে রাখা ২ ঘন্টা), হলুদ-½ ছোট চামচ, নুন-স্বাদমতো, কাঁচা মরিচ-২টি, আদা-১ ছোট চামচ, লাল মরিচের গুঁড়ো-½ চামচ, আমচুরের গুঁড়ো-১ চামচ, জিরা-১ চামচ, হিং-এক চিমটি, কারি পাতা-৮-১০টি, তেল-১ টেবিল চামচ, ধনেপাতা-সাজানোর জন্য, লেবু-স্বাদ অনুযায়ী।