পেঁপে থেকে আঙুর- গর্ভাবস্থায় ভুলেও খাবেন না এই খাবারগুলো, মারাত্মক ক্ষতি হতে পারে গর্ভস্থ বাচ্চার

Published : Jan 31, 2024, 07:41 AM IST
abortion and MTP laws in India termination of pregnancy debate

সংক্ষিপ্ত

গর্ভস্থ অবস্থায় ভুলেও খাবেন না এই খাবারগুলো, মারাত্মক ক্ষতি হতে পারে গর্ভস্থ বাচ্চার।

প্রতিটি মেয়ের জীবনে সব থেকে সুন্দর সময় হল গর্ভাবস্থা। দীর্ঘ ৯ মাস ঘরে গর্ভে একটু একটু করে বড় হয় তাঁর সন্তান। এই সময় নানান শারীরিক জটিলতার সম্মুখীন হতে হয় সব মেয়েকে। তেমনই ছোটখাটো সব বিষয় রাখতে হয় বিশেষ নজর। আজ রইল কয়টি খাবারের কথা। গর্ভস্থ অবস্থায় ভুলেও খাবেন না এই খাবারগুলো, মারাত্মক ক্ষতি হতে পারে গর্ভস্থ বাচ্চার।

পেঁপে

পাকা পেঁপে একেবারেই খাবেন না এই সময়। কাঁচা হোক বা পাকা পেঁপেতে ল্যাটেক্স নামক উপাদান থাকে। যা জরায়ু সংকোচন ঘটায়। তাই থাকুন সতর্ক।

আজিনোমোটো

একাধিক খাবারে স্বাদ ফেরাতে আজিনোমোটো ব্যবহার করা হয়। গর্ভাবস্থায় অধিকাংশেরই খাবারের প্রতি অনিহা থাকে। সে কারণে এমন চটপটে খাবার বেশি করে খান অনেকে। কিন্তু, জানেন কি আজিনোমোটো থেকে বাচ্চার মস্তিষ্কে প্রভাব পড়ে। তাই এটি ভুলেও খাবেন না।

আনারস

ভুলেও খাবেন না আনারস। এতে ব্রোমেলাইন নামক যৌগ থাকে। যা জরায়ুর মুখকে নরক করে ফেলে। এর কারণে গর্ভপাত হতে পারে। তাই গর্ভাবস্থায় এমন খাবার থেকে দূরে থাকুন।

ময়দা

গর্ভাবস্থায় যতটা সম্ভব দূরে থাকুন ময়দা থেকে। এই সময় পরোটা, লুচির মতো খাবার যতটা সম্ভব কম খান। এতে মিলবে উপকার। তা না হলে বাড়তে পারে জটিলতা।

আঙুর

এই সময় খাবেন না আঙুর। আঙুর শরীরে তাপমাত্রা বাড়ায়। পেট সংক্রান্ত নানান সমস্যার কারণ হতে পারে আঙুর। আঙুরে আছে রেসভেরাট্রল নামক যৌগ। যা স্বাস্থ্য জটিলতা তৈরি করে। তাই আঙুর খাবেন না। মেনে চলুন এই টিপস। গর্ভস্থ অবস্থায় ভুলেও খাবেন না এই খাবারগুলো, মারাত্মক ক্ষতি হতে পারে গর্ভস্থ বাচ্চার।

 

আরও পড়ুন

Healthy food: মনের সুখে বেগুন ভাজা খান, রইল বেগুনের পাঁচটি উপকারিতা

Valentine's Week Full List 2024: এই দিন থেকে শুরু হবে 'ভ্যালেন্টাইন সপ্তাহ', প্রতিটি দিনকে করে তুলুন বিশেষ

PREV
click me!

Recommended Stories

শীতে শরীর গরম রাখুন, তিলের লাড্ডু খেয়ে সতেজ থাকুন
চিকেন মটন বাদ দিন, আলু দিয়ে বানিয়ে খান সুস্বাদু একটি দারুণ স্যুপ, রইল রেসিপি