Curd For Health Tips: ‘দই’ দুই অক্ষরের এই খাবার আমরা কে-না খেতে পছন্দ করি বলুন তো? কিন্তু জানেন কী ঠিক কোন সময়ে দই খাওয়া উচিত? যা হবে স্বাস্থ্যের জন্য দারুন উপকারি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যারা ওজন কমাতে চান, তারা দুপুরবেলা খাবারের পর দই খেতে পারেন। দই শরীরে কর্টিসলের ক্ষরণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
55
স্বাস্থ্য ভালো রাখতে দই
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দই কেবলই কোষ্ঠকাঠিন্য দূর কিংবা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে না। শরীর স্বাস্থ্য ভালো রাখতে দইয়ের জুড়ি মেলা ভার। তাই নিয়ম করে খাদ্যতালিকায় রাখুন একবাটি দই।