Weight Loss: বাড়তি মেদ কমাতে ভরসা রাখুন এই ১০ পানীয়ের ওপর, জেনে নিন কী কী

বাড়তি মেদ নিয়ে সকলেই থাকেন চিন্তিত। কীভাবে মেদ কমাবেন তা অধিকাংশই ঠিক করে উঠতে পারেন না। এবার বাড়তি মেদ কমাতে ভরসা রাখতে পারেন এই ১০ পানীয়ের ওপর, জেনে নিন কী কী।

Sayanita Chakraborty | Published : Feb 17, 2024 3:26 PM
110

গ্রিন টি

নিয়ম করে গ্রিন টি পান করতে পারেন। দিনে ৩ বার পর্যন্ত গ্রিন টি পান করতে পারেন। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট। যা আপনার মেদ কমাতে সাহায্য করে।

210

ব্ল্যাক কফি

ব্ল্যাক কফি খান নিয়ম করে। মেটাবলিজম বৃদ্ধি করে ব্ল্যাক কফি। এটি নিয়ম করে খেলে মেদ কমবে। তবে, ব্ল্যাক কফি তৈরির সময় ভুলেও চিনি ব্যবহার করবেন না।

310

সবজির জুস

সবজির জুস খান নিয়ম করে। শসা, কেলেরি থেকে শুরু করে সকল উপকারী সবজি দিয়ে জুস বানিয়ে নিয়ম করে খেতে পারেন। এতে মিলবে উপকার।

410

অ্যাপেল সিডার ভিনিগার

অ্যাপেল সিডার ভিনিগার খেতে পারেন। জলের সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিয়ম করে পান করুন। খালি পেটে খেলে মিলহে উপকার।

510

জল

রোজ পর্যাপ্ত জল পান করুন। সকালে খালি পেটে জল পান করতে পারেন। এটি ডিটক্সের কাজ করে। এতে মিলবে উপকার।

610

প্রোটিন শেক

প্রোটিন শেক খেতে পারেন নিয়ম করে। আমন্ড মিল্ক শেক কিংবা প্রোটিন শেক নিয়ম করে খান। এটি মেদ কমাতে সাহায্য করে থাকে।

710

আদা চা

আদা চা নিয়ম করে খেতে পারেন। এটি মেটাবলিজম বৃদ্ধি করে থাকে। নিয়ম করে খেতে পারেন আদা চা। মিলবে উপকার।

810

লেবুর জল

রোজ সকালে খালি পেটে পাতিলেবুর ডিটক্স ওয়াটার পান করুন। এক গ্লাস জলে লেবুর রস ও মধু মিশিয়ে পান করে নিয়ম করে খেলে মিলবে উপকা।

910

হারবাল টি

ডায়েটে যোগ করুন হারবাল টি। এতে মেদ যেমন কমবে তেমনই মাসেল রিল্যাক্স হবে। ওজন কমাতে বেশ উপকারী হারবাল টি।

1010

চিয়া সিড

চিয়া সিড খেতে পারেন নিয়ম করে। এটি ফাইবারে পরিপূর্ণ। যা আপনার মেদ কমাতে সাহায্য করবে। মেনে চলুন এই বিশেষ টিপস। দ্রুত কমবে মেদ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos