পেটের স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে যোগ করুন এই কয়টি খাবার, জেনে নিন কী কী খাবেন

Published : Mar 17, 2025, 05:04 PM IST
পেটের স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে যোগ করুন এই কয়টি খাবার, জেনে নিন কী কী খাবেন

সংক্ষিপ্ত

 হজমের সমস্যা দূর করতে ও পেটের স্বাস্থ্য ভালো রাখতে কিছু খাবার সম্পর্কে জেনে নিন।

পেটের স্বাস্থ্যের জন্য খাবারের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। হজমের সমস্যা দূর করতে ও পেটের স্বাস্থ্য ভালো রাখতে কিছু খাবার সম্পর্কে জেনে নিন:

১. আদা

আদার মধ্যে থাকা জিঞ্জেরল, শোগোল ইত্যাদি হজম ক্ষমতা বাড়াতে ও পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও উপকারী। 

২. হলুদ

হলুদের মধ্যে থাকা কারকুমিনে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট গুণ রয়েছে। এটিও পেটের স্বাস্থ্যের জন্য ভালো। 

৩. মৌরি

মৌরি ডায়েটে যোগ করলে হজমের সমস্যা যেমন গ্যাস, পেটে ব্যথা ইত্যাদি কমাতে সাহায্য করে। পেটের স্বাস্থ্য ভালো রাখতে এটি ডায়েটে যোগ করা ভালো। 

৪. পেঁয়াজ

পেঁয়াজ আমাদের শরীরের প্রয়োজনীয় ব্যাকটেরিয়া ধরে রাখতে সাহায্য করে। এটি হজম প্রক্রিয়া সহজ করতেও সাহায্য করে। তাই পেঁয়াজ ডায়েটে যোগ করতে পারেন।

৫. পুদিনা

হজমে সাহায্য করতে ও পেটের স্বাস্থ্য ভালো রাখতে পুদিনা পাতা ডায়েটে যোগ করা ভালো। পুদিনাতে মেন্থল থাকে। এটি হজমের জন্য খুবই উপকারী। 

৬. দই 

পেটের ভেতরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে ও হজম ক্ষমতা বাড়াতে প্রোবায়োটিক খাবার দই ডায়েটে যোগ করা ভালো। রোজ খান এটি। 

বর্তমানে পেটের সমস্যায় ভুগছেন অনেকেই। এর প্রধান কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তাই সুস্থ থাকতে চাইলে সবার আগে নিজের ডায়াটের দিকে নজর দিন। সঠিক খাবার খান। ডায়েটে রাখুন এমন খাবার যা আপনারা স্বাস্থ্যের উন্নতি করবে। সঙ্গে আপনাকে রাখবে সুস্থ। মেনে চলুন এই বিশেষ টিপস। এবার থেকে নিয়মিত আদা খান। রান্নায় দিন বাটা হলুদ। তেমনই খেতে পারেন মৌরি। এরই সঙ্গে পেঁয়াজ ও পুদিনার মতো খাবার আপনার স্বাস্থ্যেপ উন্নতি করবে। সঙ্গে নিয়ম করে ১ বাটি দই খান। শরীর সুস্থ রাখতে এই টিপস মেনে চলুন। দোকামের খাবার যতটা পারবেন এড়িয়ে চলুন। তা না হলে আপনারই স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।  

PREV
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস