রক্তে শর্করার মাত্রা বাড়ছে? এই লক্ষণগুলো ভুলেও উপেক্ষা করবেন না, জেনে নিন কী কী

Published : Mar 17, 2025, 04:53 PM IST
রক্তে শর্করার মাত্রা বাড়ছে? এই লক্ষণগুলো ভুলেও উপেক্ষা করবেন না, জেনে নিন কী কী

সংক্ষিপ্ত

রক্তে উচ্চ শর্করার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যেতে পারে। এই লক্ষণগুলো কী কী, তা দেখে নেওয়া যাক।

রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। উচ্চ রক্তে শর্করার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যেতে পারে। এই লক্ষণগুলো কী কী, তা দেখে নেওয়া যাক।

১. ঝাপসা দৃষ্টি

রক্তে শর্করার মাত্রা বাড়লে দৃষ্টিতে পরিবর্তন আসতে পারে এবং ঝাপসা বা বিকৃত দেখাতে পারে। তাই ঝাপসা দৃষ্টি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।

২. হাত-পায়ে অসাড়তা

হাত-পায়ে অসাড়তা, পায়ের ব্যথা, পায়ে ক্রমাগত অস্বস্তি ইত্যাদি মাঝে মাঝে ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।

৩. ত্বকের সমস্যা

রক্তে শর্করার মাত্রা বাড়লে ডিহাইড্রেশন হতে পারে এবং ত্বক শুষ্ক ও চুলকানি হতে পারে।

৪. মূত্রনালীর সংক্রমণ

ঘন ঘন মূত্রনালীর সংক্রমণ আরেকটি প্রধান লক্ষণ। উচ্চ রক্তে শর্করার মাত্রা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং এর ফলে ঈস্ট সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই) হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঘন ঘন প্রস্রাব হওয়াও রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির লক্ষণ।

৫. অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তি

অতিরিক্ত তৃষ্ণা ও ক্ষুধা, ক্লান্তি ও দুর্বলতা এবং কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া ডায়াবেটিসের লক্ষণ।

৬. ক্ষত শুকাতে সময় লাগা

ক্ষত ধীরে ধীরে শুকানোও ডায়াবেটিসের একটি লক্ষণ।

অল্প বয়সে নানা রকম রোগ থাবা বসাচ্ছে অনেকের শরীরা। দেখা দিচ্ছে নানান জটিলতা। প্রেসার, ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ থেকে শুরু করে দেখা দিচ্ছে নানান সমস্যা। এর মধ্যে অন্যতম ডায়াবেটিস। অধিক প্রসার লাভ করেছে এই রোগ। বর্তমানে ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী। এই রোগ শরীরে একবার থাবা বসালে তা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। সে কারণে শুধু ওষুধ খেলে হবে না সঠিক সময় জীবনযাত্রার বদল আনা দরকার। এরই সঙ্গে এই রোগ থেকে মুক্তি পেতে কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ডায়েটে দিন বিশেষ নজর। তারই সঙ্গে রোগের এই কয়টি লক্ষণ প্রসঙ্গে সতর্ক হন। না হলে বিপদ। 

 

PREV
click me!

Recommended Stories

ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী
রোজ প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছেন! অজান্তেই কি শরীরকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন?