জরায়ু ভালো রাখতে এই চা যোগ করুন ডায়েটে, দ্রুত মিলবে একাধিক সমস্যা থেকে মুক্তি

নানান সমস্যা থেকে মুক্তি পেতে ইউটেরাসের স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন। আজ রইল এক বিশেষ চায়ের হদিশ। জেনে নিন কোন চা পানে মিলবে উপকার।

একের পর এক কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এই সকল রোগ তালিকায় যেমন আছে হার্ট, কিডনির সমস্যা তেমনই অনেকের শরীরে বাসা বাঁধছে আরও অনেক রোগ। বর্তমানে জরায়ুর সমস্যা খুবই সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। পেটের নীচের অংশে ব্যথা, পেট ভার, পিরিয়ডস সংক্রান্ত সমস্যা দেখা দিতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ইউটেরাসের স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন। আজ রইল এক বিশেষ চায়ের হদিশ। জেনে নিন কোন চা পানে মিলবে উপকার।

একটি পাত্রে জল নিন। মাঝারি আঁচে গরম হতে দিন। এবার রোস্ট করা হাফ চা চামচ জিরে দিন। এবার দিন জোয়ান। দিন সময় পরিমাণ শুকনো আদা। এবার দিন ঘি। ফুটতে শুরু করলে তা নামিয়ে নিন। এবার তাতে যোগ করুন পরিমাণ মতো গুড়।

Latest Videos

এরই সঙ্গে রোজ স্বাস্থ্যকর খাবার খান। রোজ খাদ্যতালিকায় এমন খাবার রাখুন যা জরায়ুর স্বাস্থ্য ভালো রাখবে। নিয়ম করে খান বাদাম। আমন্ড, কাজু, ওয়ালনাট খেরে শুরু করে ফ্ল্যাক্স সিড খেতে পারেন। এতে রয়েছে নানান উপকারী উপাদান। আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। যা জরায়ুর স্বাস্থ্য ভালো রাখে।

খেতে পারেন উপকারী ফল। ভিটামিন সি আছে এমন ফল খান। এটি ফাইব্রয়েডের গ্রোথ বন্ধ করে। এতে জটিলতা থেকে মিলবে মুক্তি।

তেমনই খেতে পারেন লেবু। রোজ সকালে উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এটি স্বাস্থ্য ভালো রাখবে। দূর করবে জটিলতা। মেনে চলুন এই বিশেষ টিপস।

তেমনই এড়িয়ে চলুন জাঙ্ক ফুড। দোকানের খাবার একেবারে খাবেন না। এটি স্বাস্থ্যের ওপর খাবার প্রভাব ফেলে। নানান শারীরিক জটিলতা তৈরি করে। তাই একবার এড়িয়ে চলুন জাঙ্ক ফুড।

রোজ ১ বাটি করে সবজি সেদ্ধ খান। সবজিতে আছে নানান উপকারী উপাদান। যা একাধিক জটিলতা থেকে দিতে পারে মুক্তি। সবজিতে ভিটামিন, মিনারেল থেকে শুরু করে প্রোটিন রয়েছে নানান উপকারী উপাদান। যা স্বাস্থ্যর জন্য বেশ উপকারী। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। এরই সঙ্গে রোজ এই বিশেষ চা পান করুন। রোস্ট করা জিরে দিয়ে তৈরি করুন বিশেষ চা। যার দরুন মিলবে উপকার। তাই এবার থেকে ইউটেরাস ভালো রাখতে এই চা যোগ করুন ডায়েটে, দ্রুত মিলবে একাধিক সমস্যা থেকে মুক্তি।

 

আরও পড়ুন

Electrolyte water: ইলেক্ট্রোলাইট কী, কেন গরমে সুস্থ থাকতে চিকিৎসকরা বারবার ইলেক্ট্রোলাইট পান করার পরামর্শ দেন

কোভিড-১৯ মহামারি শেষ, জরুরি স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন নেই বলে ঘোষণা WHO-র

নামেই ঢ্যাঁড়শ - কিন্তু গুণ অনেক, রইল তাজা ঢ্যাঁড়শের উপকারিতা ও চেনার সহজ উপায়

Share this article
click me!

Latest Videos

ভারতে কী আক্রমণের পরিকল্পনা পাকিস্তান-বাংলাদেশের? দু-দেশের বৈঠক নিয়ে প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর
ফের TMC Councilar-এর দাদাগিরি, বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর, মারধোর করে লুট দেড় লক্ষ টাকা
Bangladesh-এর সঙ্গে সম্পর্ক খারাপের সুযোগ নিচ্ছে চিন-পাকিস্তান, বিস্ফোরক Naushad Siddhiqui
'এগিয়ে বাংলা, বাংলায় শিক্ষা-কর্মসংস্থান বাদে সব পাওয়া যাবে' পাসপোর্ট দুর্নীতিতে সরব নওশাদ সিদ্দিকী
Mamata Banerjee Live: অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মমতা, দেখুন সরাসরি