Toilet Cleaning: বাথরুমের দুর্গন্ধে অস্থির! বাড়ির জিনিসই কেরামতি দেখাবে, সারাদিন সুগন্ধে ভরে থাকবে টয়লেট

বাথরুমের দুর্গন্ধে অস্থির! বাড়ির জিনিসই কেরামতি দেখাবে, সারাদিন সুগন্ধে ভরে থাকবে টয়লেট

Anulekha Kar | Published : Jun 23, 2024 5:49 PM IST
18

টয়লেটে দুর্গন্ধ হওয়া একটা সাধারণ ঘটনা। বাজার থেকে কেনা এমন অনেক সুগন্ধী দ্রব্য রয়েছে যা বাথরুমের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

28

তবে টয়লেটের দুর্গন্ধ দূর করতে কিছু ঘরোয়া পদ্ধতিও ম্য়াজিকের মতো কাজ করে। আসুন জেনে নেওয়া যাক কী কী বিশেষ পদ্ধতি রয়েছে 

38

লেবুতে ভীষণ দুর্গন্ধ দূর করার মত ক্ষমতা রয়েছে তাই লেবুর রসের সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে বাথরুমে রুম ফ্রেশনার হিসাবে স্প্রে করতে পারেন।

48

কর্পূর মারাত্মক ভাবে বাতাস পরিষ্কার করতে সাহায্য করে। তাই বাথরুমের একটা কোণে বেশ কিছু কর্পূর রেখে দিতে পারেন। এতে বহুক্ষণ শৌচালয়ে সুগন্ধ থাকবে।

58

বাথরুম পরিষ্কার করার সময় বিভিন্ন কোণে ব্যবহার করা টি ব্যাগ রেখে দিন। গ্রিন টিয়ের ব্যাগ হলে বেশি ভাল হয়। এতে বাতাসে সুগন্ধ ছড়াবে।

68

সামান্য জলে কিছুটা লিক্যুইড স্যোপ আর গোলাপ জল নিয়ে বাথরুমে স্প্রে করুন। মুহূর্তে দুর্গন্ধ দূর হয়ে যাবে।

78

এশেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। সবথেকে উপকারী হবে ইউকেলিপটাসের তেল। এই তেল বাথরুমের মেঝের এক কোণায় ফেলে রাখুন।

88

ডেটল মারাত্মক ভাবে দূর্গন্ধ দূর করে একটা বোতলে ডেটল আর জল মিশিয়ে বাথরুমের দেওয়ালে স্প্রে করে রাখুন। কোনও মতেই আর দুর্গন্ধ হবে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos