লিভারের স্বাস্থ্য ভালো রাখতে মেনে চলুন এই সাতটি টিপস, দূর হবে জটিলতা

বর্তমানে একের পর এক শারীরিক জটিলতায় ভুগছেন অনেকেই। অল্প বয়সে প্রেসার, ডায়াবেটিস থেকে শুরু করে দেখা দিচ্ছে নানান রোগ। এই সময় অনেকেই লিভার ও কিডনির সমস্যায় ভুগে থাকেন। আজ রইল বিশেষ টিপস। লিভার ভালো রাখতে মেনে চলুন এই কয়টি টিপস। জেনে নিন কী কী।

Sayanita Chakraborty | Published : Feb 3, 2024 3:29 AM IST
17

সবার আগে ফার্স্ট ফুড যতটা পারবেন কম খান। এই সকল খাবারের কারণে লিভারে ক্ষতি হয়।

27

মদ্যপান ও ধুমপান ত্যাগ করুন। তেমনই কার্বোনেট ড্রিংক্স ত্যাগ করুন। এমন খাবার লিভারের মারাত্মক ক্ষতি করে থাকে। তাই সময় থাকতে সচেতন হন।

37

যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা পাতিলেবু ও কমলালেবুর মতো ফল কম খান। এমন খাবার থেকে শরীরের ক্ষতি হতে পারে।

47

রোজ পর্যাপ্ত জল পান করুন। যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত সঠিক পরিমাণ জল পান করুন। জল শরীর থেকে সকল দুষিত পদার্থ বের করে দেবে।

57

সারা দিন অল্প অল্প করে খাবার খান। দিনে একবার অনেক খানি খাবার খেলেন আর অনেকটা সময় পেট খালি রাখলেন এমন করবেন না। এতে শারীরিক জটিলতা বৃদ্ধি পায়। বারে বারে অল্প করে খাবার খান।

67

কাঁচা নুন ও চিনি যতটা পারবেন এড়িয়ে চলুন। এই দুই খাবার আপনার শরীরে মারাত্মক ক্ষতি করে। লিভার সুস্থ রাখতে চাইলে এমন খাবার ত্যাগ করা প্রয়োজন।

77

অলিভ অয়েল, অ্যাভোকাডো তেল এবং সূর্যমুখী তেল যোগ করুন ডায়েটে। এমন খাবার আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। লিভার রাখবে সুস্থ।

Share this Photo Gallery
click me!

Latest Videos