'এইচএমপিভি নতুন ভাইরাস নয়, আতঙ্কের কিছু নেই,' দেশবাসীকে আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

Published : Jan 07, 2025, 12:02 AM ISTUpdated : Jan 07, 2025, 12:16 AM IST
HMPV protection tips

সংক্ষিপ্ত

নতুন চিনা ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়ে ভারতেও আতঙ্ক তৈরি হয়েছে। কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ মিলিয়ে একাধিক শিশু ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে। ফলে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতে ইতিমধ্যেই কয়েকজন হিউম্যান মেটানিউমোভাইরাসে আক্রান্ত হলেও, এই সংক্রমণ নিয়ে সারা দেশকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। সোমবার তিনি বলেছেন, 'স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিষ্কার জানিয়েছেন, এই ভাইরাস নতুন নয়। ২০০১ সালে প্রথমবার চিহ্নিত হয়েছিল এই ভাইরাস। তারপর থেকে অনেক বছর ধরে এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। নিঃশ্বাসের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সব বয়সের মানুষই সংক্রমিত হতে পারেন। শীতকালে এবং বসন্তকালের শুরুতে এই ভাইরাস বেশি ছড়িয়ে পড়ে।' সোশ্যাল মিডিয়ায় এই চিনা ভাইরাস নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে এক ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে আশ্বাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাসের মতোই লক্ষণ

করোনাভাইরাসে ঠিক যে লক্ষণগুলি দেখা যাচ্ছিল, এইচএমপিভি-তেও একই লক্ষণ দেখা যাচ্ছে। জ্বর, সর্দি-কাশি হলে যে ধরনের সমস্যা দেখা যায়, এইচএমপিভি-র ক্ষেত্রে প্রাথমিকভাবে ঠিক সেটাই হচ্ছে। সংক্রমণের শুরুতে সর্দি-কাশি, গলা ব্যথা, নাক থেকে জল গড়ানো, কোনও গন্ধ না পাওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে। ফলে অনেকেই বলতে শুরু করেছেন, নতুন চেহারায় করোনাভাইরাস ফিরে এসেছে। বিশ্বজুড়ে এই ভাইরাসকে শ্বাসকষ্টজনিত রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতে ইতিমধ্যেই কয়েকজনের শরীরে এই ভাইরাসের লক্ষণ দেখা গিয়েছে। কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, পশ্চিমবঙ্গে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে দেশের অন্য রাজ্যগুলিতেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রক আশ্বাস দিচ্ছে, ভারতে যে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে, তাতে পরিস্থিতি ভালোভাবে সামাল দেওয়া যাবে।

এইচএমপিভি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ

গত কয়েকদিন ধরে বিশ্বজুড়ে চিনা ভাইরাস এইচএমপিভি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। চিনে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এবার এই ভাইরাস অন্য দেশগুলিতেও ছড়িয়ে পড়ছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আইসিএমআর ও ইন্টিগ্রেটেড ডিজিজ সারভাইলেন্স প্রোগ্রামের মাধ্যমে শ্বাসকষ্টজনিত রোগের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ভারতে এই রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে, এমন কোনও খবর নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চিনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই ছড়াচ্ছে র‍্যাবিট ফিভার, বাড়ছে উদ্বেগ

উৎপত্তি সেই চিনে, করোনাভাইরাসের ৫ বছর পর ছড়াচ্ছে একই ধরনের রোগ, 'অজানা সূত্র' নিয়ে আতঙ্ক

PREV
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস