ঘরোয়া উপায়ে কী করে আপনি সুস্বাস্থের অধিকারি হতে পারবেন, জেনে নিন

  •  দারুচিনি দেওয়া চা খেলে রক্তে শর্করার পরিমানে ভারসাম্য় আসবে
  •  তুলসি পাতা খেলে ফুসফুস জনিত রোগ অনেকটাই ভারসাম্য়ে আসবে
  •  মেথি ভেজানো জল খেলে রক্তে মেদের পরিমানে ভারসাম্য়ে আসবে
  • তবে এগুলি ব্য়বহারের আগে ডাক্টার বা বিষেশজ্ঞের সঙ্গে কথা বলে নিন

Ritam Talukder | Published : Nov 27, 2019 2:49 PM IST

আপনি কি  শারীরিক-মানুষিকভাবে ঠিক নেই। ঠিক মত রাতে ঘুম হয়না। নানা রোগে আক্রান্ত, তাহলে আপনাকে ঘরোয়া উপায়ে শরীর ভাল রাখতে কয়েকটি উপায় জেনে নিন। তবে এগুলির কোনটিতেই আপনার যাবতীয় থেকে চিরমুক্তি ঘটবেনা। কিন্তু আপনার শারীরিক-মানুষিক ভারসাম্য় থাকবে। তবে অবশ্য়ই আপনি এগুলি ব্য়বহার করার আগে ডাক্টার বা বিষেশজ্ঞের সঙ্গে কথা বলে নিন।  তাহলে জেনে নিন, কীভাবে আপনি সুস্বাস্থের অধিকারি হতে পারবেন।

আরও পড়ুন, বাড়ছে বন্ধ্যাত্বের সমস্যা, ঘরোয়া উপায়ে শুরু করুন প্রাথমিক প্রতিকার

১। সিনামন টি অর্থাৎ দারুচিনি দেওয়া চা খেলে আপনার অনেকাংশেই রক্তের শর্করার পরিমান ভারসাম্য় আসবে।

২। আপনি যদি সপ্তাহে, ৪ থেকে ৫ বার খালি পেটে মেথি ভেজানো জল খান, সেক্ষেত্রেও আপনার রক্তের শর্করার পরিমান ও ক্লোরেস্টেরলের পরিমানেও ভারসাম্য় আসবে।

৩।  অধিকাংশ ক্ষেত্রে, যাবতীয় চিন্তা-অনিদ্রার কারণে অনেকের সুগার লেভেল বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি এসেনশিয়াল অয়েলে সাহায্য়ে চিন্তা মুক্ত হলে পরোক্ষভাবে আপনার সুগার লেভেল ভারসাম্য়ে থাকবে।

আরও পড়ুন, সর্ষের তেলেই রয়েছে সৌন্দর্যের চাবিকাঠি, ট্রাই করুন এই সহজ টিপসগুলি

৪। আমলকি খেলেও অনেক রোগের পরিমান কমে আসে। বিশেষ করে গ্য়াস-অম্বলের পরিমান অনেকাংশে কমে যায়। 

৫। চেষ্টা করবেন, সারাদিনে অন্তত ১ ঘন্টার উপরে হাটা উচিত। হাটলেও আপনার অধিকাংশ রোগ কমে আসবে। 

৬। তুলসি পাতাতেও আছে অনেক গুন। এটি খেলেও আপনার ফুসফুস জনিত রোগ অনেকটাই ভারসাম্য়ে আসবে।

৭। কাচা হলুদ খেলেও আপনার শরীরে পরিবর্তন আসবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

Share this article
click me!