মাত্র ৫ মিনিটে নখ হবে মজবুত, নখের যত্ন নিতে মেনে চলুন এই টোটকা, জেনে নিন কী করবেন

Published : Mar 19, 2022, 07:30 PM IST
মাত্র ৫ মিনিটে নখ হবে মজবুত, নখের যত্ন নিতে মেনে চলুন এই টোটকা, জেনে নিন কী করবেন

সংক্ষিপ্ত

নখ সুন্দর না হলে, তাতে যতই নেইপল পলিশ (Nail Polish) লাগান কিংবা নেইল আর্ট (Nail Art) করুন, তা ফুটে উঠবে না। এবার নখের যত্ন নিতে রোজ বরাদ্দ করুন মাত্র ৫ মিনিট। নিয়মিত এই কয়টি টোটকা (Tips) মেনে চললে নখ মজবুত হবে, সঙ্গে বৃদ্ধি ঘটবে নখের (Nail)।

সুন্দর, মজবুত নখ (Nail) কার না পছন্দ। নখ সুন্দর না হলে, তাতে যতই নেইপল পলিশ (Nail Polish) লাগান কিংবা নেইল আর্ট (Nail Art) করুন, তা ফুটে উঠবে না। এবার নখের যত্ন নিতে রোজ বরাদ্দ করুন মাত্র ৫ মিনিট। নিয়মিত এই কয়টি টোটকা (Tips) মেনে চললে নখ মজবুত হবে, সঙ্গে বৃদ্ধি ঘটবে নখের (Nail)। জেনে নিন কী করবেন। 

অলিভ অয়েল- প্রতিদিন অলিভ অয়েল (Olive Oil) দিয়ে মাসাজ করুন। আঙুরে ডগায় অল্প পরিমাণ অলিভ অয়েল নিন। তা নখে লাগিয়ে মাসাজ করুন। ৫ মিনিট রেখে টিস্যু দিয়ে মুছে নিন। তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিন। এতে নখ মজবুত হবে।  

নারকেল তেল- অলিভ অয়েলের বদলে নারকেল তেল দিয়ে মাসাজ করুতে পারেন। নারকেল তেলে (Coconut Oil) কিছু উপকারী উপাদান আছে। যা নখের জন্য খুবই উপকারী। প্রতিদিন নারকেল তেল দিয়ে ৫ মিনিট মাসাজ করুন। এতে নখ শক্ত হবে। সঙ্গে সহজে নখের বৃদ্ধি ঘটবে। 

লেবুর রস ও কমলালেবুর রসের মিশ্রণ- নখের জন্য বেশ উপকারী লেবুর রস (Lemon) ও কমলালেবু (Orange)। এই দুইয়ে ভিটামিন সি (Vitamin C) থাকে। যা নখের বৃদ্ধি ঘটায় সঙ্গে নখ মজবুত করে। একটি পাত্রে সম পরিমাণ লেবুর রস ও কমলালেবুর রস নিন। ভালো কমে মেশান। এই পাত্রে ৫ মিনিট নখ ডুবিয়ে রাখুন। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন। কয়েক দিন ব্যবহারেই পরিবর্তন দেখতে পারেন। 

নুন- একটি বাটিতে অল্প পরিমাণ ঈষদুষ্ণ জল নিন (Salt)। তাতে ১ চা চামচ নুন ও ১ চা চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মেশান। এবার এই বাটিতে ৫ মিনিট নখ ডুবিয়ে রাখুন। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন। কয়েক দিন ব্যবহারেই পরিবর্তন দেখতে পারেন।  

ভেসলিন- ভেসলিন (Vaseline) নখের জন্য বেশ উপকারী। ভেসলিন লাগালে নখের যেমন বৃদ্ধি ঘটে, তেমনই নখ মজবুত হয়। একটি পাত্রে ১ চা চামচ ভেসলিন, ১ চা চামচ অলিভ অয়েল, ১ চা চামচ ভিটামিন ই তেল নিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি নখে লাগিয়ে ৫ মিনিট মাসাজ করুন। তারপর শুকনো কাপড়ে মুছে নিন। এবার পরিষ্কার জলে হাত ধুয়ে নিন। উপকার পাবেন। 

আরও পড়ুন- হাতে আসুক একটু বেশি টাকা, রইল সাইড ইনকামের মজাদার পাঁচ উপায়ের সন্ধান

আরও পড়ুন- টিকটিকির উপদ্রবে নাজেহাল, তাড়াতে মেনে চলুন এই কয়েকটা ঘরোয়া টোটকা

​​​​​​​আরও পড়ুন- বয়সকালে স্মৃতিভ্রমের কারণে জটিল ব্যাধি সারাবে এই ওষুধ, নয়া গবেষণা ঘিরে বাড়ছে আশার আলো
 

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা