সংক্ষিপ্ত
ত্বকের যত্ন নিতে স্ক্রাবিং (Scrubbing), ক্লিনজিং, টোনিং (Toning), ময়েশ্চরাইজিং (Moisturizing) রোজই করে থাকেন অনেকে। এর সঙ্গে ফেসপ্যাক (Face Pack) কিংবা ফেসমাস্ক ব্যবহার করি। এই সব পদ্ধতি মেনে চলতে বাজার চলতি একাধিক প্রোডাক্ট ব্যবহার করে থাকি আমরা সকলে।
ত্বকের যত্ন নিতে স্ক্রাবিং (Scrubbing), ক্লিনজিং, টোনিং (Toning), ময়েশ্চরাইজিং (Moisturizing) রোজই করে থাকেন অনেকে। এর সঙ্গে ফেসপ্যাক (Face Pack) কিংবা ফেসমাস্ক ব্যবহার করি। এই সব পদ্ধতি মেনে চলতে বাজার চলতি একাধিক প্রোডাক্ট ব্যবহার করে থাকি আমরা সকলে। এবার ত্বকের যত্ন নিন সম্পূর্ণ ঘরোয়া উপায়। স্ক্রাবার থেকে ফেসপ্যাক বানান বাড়িতেই। সহজ কিছু উপকরণ দিয়ে এই সব জিনিস বানানো সম্ভব। জেনে নিন কী করে বানাবেন।
স্ক্রাবার
ঘরে তৈরি করুন স্ক্রাবার। এর জন্য প্রয়োজন চিনি (Sugar) ও বেকিং সোডা। একটি পাত্রে ১ টেবিল চামচ চিনি নিয়ে তা মিহি করে নিন। এবার তার সঙ্গে মেশান সামান্য বেকিং সোডা। মিশ্রণটি মুখে লাগিয় মাসাজ করতে থাকুন। চিনি যেমন ত্বকের ভিতর জমে থাকা নোংরা দূর করবে তেমনই ত্বক উজ্জ্বল হবে।
ক্লিনজার
দুই টেবিল চামচ মধুর সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস (Lemon) মেশান। ভালো করে মিশিয়ে প্যাকটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ক্লিনজারের কাজ করবে।
টোনার
শসার দিয়ে বানাতে পারেন টোনার। শসা (Cucumber) কুচি করে কেটে তার সঙ্গে দেড় কাপ দই মেশান। ভালো করে মিশিয়ে নিয়ে প্যাকটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাক টোনারের কাজ করবে। এতে ত্বক নরম হবে, সঙ্গে দূর হবে ট্যানের সমস্যা।
ময়েশ্চরাইজার
ঘরোয়া ময়েশ্চরাইজার তৈরিকে প্রয়োজন আমন্ড অয়েল ও কোকো বাটার (Coco Butter)। এই দুটো সম পরিমাণ নিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি মেশানোর সময় গরম করে নিন। ঠান্ডা হয়ে এলে তিন চামচ গোলাপজল ও ১ চাচম মধু মেশান। ঠান্ডা করে ছেঁকে নিন। একটি কাঁচের বোতলে ঢেলে রাখুন। আমন্ড অয়েল দিয়ে তৈরি ময়েশ্চরাইজার ত্বকের জন্য বেশ উপকারী। গরমেও অনেকের ত্বক খুবই রুক্ষ্ম হয়ে যায়। তারা এটা ব্যবহার করতে পারেন।
ফেসপ্যাক
ত্বকের যত্নে ফেসপ্যাক অত্যন্ত প্রয়োজনীয়। রোমকূপে জমে থাকা নোংরা থেকে একদিকে যেমন দেখা দেয় ব্রণ, তেমনই দেখা দেয় নানা রকম কালো প্যাচ (Black Patch)। এবার ত্বকের যত্নে ব্যবহার করুন বেসন, দুধ ও চন্দনের প্যাক। এই প্যাক বানাতে ১ চামচ বেসনের সঙ্গে ১ চামচ দুধ ও অল্প পরিমাণ চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক।
আরও পড়ুন- মার্সিডিজ বেঞ্চের নতুন বৈদ্যুতিন গাড়ি, আসছে ১৯ এপ্রিল
আরও পড়ুন- কোলেস্টেরল দেখা দিলে খাদ্যতালিকা থেকে বাদ দিন এই চারটি খাবার, জেনে নিন কী কী
আরও পড়ুন- বাজারে এল বোট-এর নতুন স্মার্ট ওয়াচ, এক ঝলকে দেখে নিন এর ফিচার্সগুলো