থুতনিতে জমে থাকা ব্ল্যাক হেডস দূর করুন ঘরোয়া উপায়, রইল কয়টি প্যাকের হদিশ

Published : Apr 05, 2022, 06:15 AM IST
থুতনিতে জমে থাকা ব্ল্যাক হেডস দূর করুন ঘরোয়া উপায়, রইল কয়টি প্যাকের হদিশ

সংক্ষিপ্ত

একটার পর একটা ঝামেলা লেগেই আছে। কখনও ব্রণ, কখনও কালো প্যাচ। এর এর সঙ্গে অনেকেই ভোগেন ব্ল্যাক হেডসের সমস্যায়। ব্ল্যাক হেডস শুধু নাকের ওপর জমে এমন নয়। অনেক সময় তা থুতনিতেও দেখা যায়। আজ রইল কয়টি প্যাকের হদিশ। থুতনিতে জমে থাকে ব্ল্যাক হেডস দূর করতে ব্যবহার করুন এই প্যাক।  

উজ্জ্বল, দাগহীন ও নিখুঁত ত্বক সকলেই চান। এই কারণে ত্বকের যত্ন নিতে আমরা কত কী করে থাকি। সারাক্ষণ ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চরাইজিং চলতেই থাকে। চলে বাজার চলতি হাজারও প্রোডাক্টের ব্যবহার। কখনওবা ব্যবহার করি ঘরোয়া প্যাক। তা সত্ত্বেও একটার পর একটা ঝামেলা লেগেই আছে। কখনও ব্রণ, কখনও কালো প্যাচ। এর এর সঙ্গে অনেকেই ভোগেন ব্ল্যাক হেডসের সমস্যায়। ব্ল্যাক হেডস শুধু নাকের ওপর জমে এমন নয়। অনেক সময় তা থুতনিতেও দেখা যায়। আজ রইল কয়টি প্যাকের হদিশ। থুতনিতে জমে থাকে ব্ল্যাক হেডস দূর করতে ব্যবহার করুন এই প্যাক।  

চিনি, মধু ও লেবুর রস মেশিয়ে প্যাক বানান। একটি পাত্রে অর্ধেক মধু ও বড় চামচ মধু ও সম পরিমাণ চিনি নিয়ে ভালো করে মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি থুতনিতে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা ঘষে করে তুলে ফেলুন। মুহূর্তে দূর হবে ব্ল্যাক হেডস। 

ডিমের সাদা অংশ ও মধু ব্ল্যাক হেডস দূর করতে বেশ উপকারী। একটি পাত্রে নিন ডিমের সাদা অংশ। তার সঙ্গে মেশান মধু। এই প্যাক থুতনিতে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঘষে করে তুলে ফেলুন। দূর হবে ব্ল্যাক হেডসের সমস্যা। 

বেকিং সোডা ও দুধ দিয়ে বানাতে পারেন প্যাক। ১ চামচ বেকিং সোডার সঙ্গে মেশান ২ টেবিল চাচম দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি থুতনিতে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে তুলে ফেলুন। বেকিং সোডা ও দুধের গুণে ব্ল্যাক হেডস দূর হবে। 

নুন ও পাতিলেবুর রস দিয়ে তৈরি প্যাক থুতনিতে জমে থাকা ব্ল্যাক হেডস দূর করতে বেশ উপকারী। একটি পাত্রে সি সল্ট নিন। তাতে মেশান পাতিলেবুর রস। গাঢ় মিশ্রণ বানাবেন। মিশ্রণটি থুতনিতে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে তুলে ফেলুন। 

গ্রিন-টির গুণে দূর হবে থুতনিতে জমে থাকা ব্ল্যাক হেডস। গ্রিন টি-এর পাতা ব্যবহারের পর তা ফেলে না দিয়ে শুকিয়ে নিন। এবার তা বেটে পেস্ট বানান। মিশ্রণটি থুতনিতে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে তুলে ফেলুন।

আরও পড়ুন- শুধুমাত্র পুরুষদের বলছি- সহজে নিজেকে সুন্দর করে তুলুন নিজেই, রইল ৯টি উপায়

আরও পড়ুন- যৌনজীবনে চরম সুখ পাবেন মীন রাশির জাতকরা, শাস্ত্র মতে জেনে নিন কেমন হবে আপনার সেক্স লাইভ

আরও পড়ুন- ঠোঁটের ওপর অবাঞ্ছিত লোম দূর হবে ঘরোয়া উপায়, জেনে নিন করে বানাবেন প্যাক

PREV
click me!

Recommended Stories

Egg Shells: ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যাবহার করতে পারেন এই বিশেষ কয়েকটি উপায়?
বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি