শরীরের বিভিন্ন ব্যথা কমাতেও কার্যকরী আকন্দ গাছ, জেনে নিন উপকারিতা

Published : Jan 21, 2020, 08:47 AM IST
শরীরের বিভিন্ন ব্যথা কমাতেও কার্যকরী আকন্দ গাছ, জেনে নিন উপকারিতা

সংক্ষিপ্ত

 দাঁতের ব্যথা কমিয়ে দিতে পারে আকন্দ গাছ দূষিত কোনও পোকামাকড় কামরালে জ্বালা কমাতে আকন্দ পাতা ব্যবহার করুন হঠাৎ করে পা  মচকে গেলে আকন্দ পাতা দিয়ে গরম শেক দিন আকন্দের মূল  গুঁড়ো করে খেলে খিদে বাড়ায়

রাস্তার ধারে অনেকসময়েই দেখা মেলে এই গাছের। সবাই চেনে এই গাছকে। বিশেষ করে শিবরাত্রির দিন এই ফুল ব্যবহার করা যায়।  যত্ন ছাড়াই বেড়ে ওঠে এই গাছ।  এর নাম আকন্দ গাছ। আকন্দ গাছের পাতা, ফুল, ছাল সবকিছুই ওষুধ তৈরির কাজে ব্যবহার করা যায়।  শরীরের বিভিন্ন ব্যথা কমাতেও কার্যকরী এই আকন্দ গাছ। আকন্দ ফুলের গাছ শরীরের জন্য কতটা উপকারী জেনে নিন এখনই।

আরও পড়ুন-২০ হোক আর ৪০, বয়সকে তুড়ি মেরে জাকিয়ে বসছে হার্ট অ্যাটাক...

আকন্দ গাছের উপকারিতা

দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। দাঁতের ব্যথা কমিয়ে দিতে পারে আকন্দ গাছ। আকন্দ গাছের কষ তুলোর মধ্যে ভিজিয়ে নিয়ে দাঁতের গোড়ায় লাগাতে হবে। কয়েকদিন লাগালেই দাঁতের ব্যথা নিমেষে চলে যাবে।

শরীরের কোনও জায়গায় ক্ষত হলে, তা যদি দীর্ঘদিন ধর না শুকায় তাহলে আকন্দ পাতা সেদ্ধ করা জল দিয়ে ভাল করে ধুয়ে নিন তাহলে ক্ষত জায়গা পুঁজ হবে না। 

হঠাৎ করে পা  মচকে গেলে বা শরীরের কোন জায়গায় চোট লাগলে আকন্দ পাতা দিয়ে গরম শেক দিলে ব্যথার উপশম পাওয়া যাবে।

আরও পড়ুন-এই মরশুমে ত্বকের কোমলতা বজায় রাখতে, মেনে চলুন এই নিয়মগুলি...

দূষিত কোনও পোকামাকড় কামরালে জ্বালা কমাতে আকন্দ পাতা ব্যবহার করুন।

আকন্দের আঠার সঙ্গে চারগুণ সর্ষের তেল মিশিয়ে গরম করে কাঁচা হলুদের রসের  মিশিয়ে খোস পাচড়ায় লাগালে উপকার পাওয়া যায়।

আকন্দের মূল  গুঁড়ো করে খেলে খিদে বাড়ায়। তবে দুগ্রামের বেশি খাওয়া যাবে না।

PREV
click me!

Recommended Stories

Egg Shells: ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যাবহার করতে পারেন এই বিশেষ কয়েকটি উপায়?
বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি