মেনে চলুন এই পাঁচ টোটকা, চীনা মেয়েদের মতো ত্বক হবে উজ্জ্বল, জেনে নিন কী করবেন

চীনা মেয়েদের রূপের সৌন্দর্য সব সময়ই সকলের নজর কাড়ে। তাদের মতো উজ্জ্বল দাগহীন ত্বক আর সুন্দর চুল, পেতে চান সকলেই। চীনা মেয়েদের মতো ত্বক পেতে মেনে চলতে পারেন এই পাঁচটি টোটকা। জেনে নিন কী কী। 

Sayanita Chakraborty | Published : Apr 9, 2022 7:04 AM IST

বিশ্বের সুন্দরী মেয়েদের তালিকায় সব সময় স্থান পায় চীনা মেয়েরা। তাদের রূপের সৌন্দর্য সব সময়ই সকলের নজর কাড়ে। তাদের মতো উজ্জ্বল দাগহীন ত্বক আর সুন্দর চুল, পেতে চান সকলেই। চীনা মেয়েদের মতো ত্বক পেতে মেনে চলতে পারেন এই পাঁচটি টোটকা। জেনে নিন কী কী। 

রোজ নিয়ম করে গ্রিন টি খান। চীনা মেয়েদের অধিকাংশরই আকর্ষণীয় চেহারা থাকে। তাই রোগ গ্রিন টি খেলে বাড়তি মেদ কমে যাবে। শরীরে সঙ্গে মুখের মেদও কমবে এই গ্রিন টি-র গুণে। তাই মেদ কমাতে রোজ নিয়ম করে গ্রিন টি খান। চিনা মেয়েদের মতো সুন্দর ত্বক পাওয়ার এটি হল প্রথম ধাপ।   

Latest Videos

চীনা মেয়ের ত্বক দাগমুক্ত ও উজ্জ্বল হয়ে থাকে। এই দাগহীন উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করতে পারেন মধু ও দইয়ের প্যাক। একটি পাত্রে ২ টেবিল চামচ দই নিয়ে তাতে মেশান ১ চা চামচ মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মধুর গুণে ত্বক নরম হবে, তেমনই মধু ত্বকে জমে থাকে সকল নোংরা বের করতে সাহায্য করবে। 

চীনা মেয়েদের স্কিন টোন ফর্সা হয়ে থাকে। ট্যানের কারণে অধিকাংশেরই ত্বকে কালো প্যাচ পড়ে যায়। তাই এই কালো ছোপ দূর করতে ব্যবহার করতে লাগাতে পারেন পুদিনা পেস্ট। পুদিনা পাতা বেটে নিন। এবার তাতে মেশান এসেনসিয়াল অয়েল। মিশ্রণটি মুখে লাগান। এতে ত্বক উজ্জ্বল হবে। 
 
চীনা মেয়েদের মতো ত্বক পেতে সবার আগে বলিরেখা দূর করতে হবে। এই সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন বাজার চলতি প্রোডাক্ট। জেনে নিন আপনার ত্বকের জন্য উপযুক্ত প্রোডাক্ট কী। সেই প্রোডাক্ট ব্যবহার করুন। অথবা ব্যবহার করতে পারেন ঘরোয়া টোটকা। বলিরেখা সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই টোটকা। 

শুধু প্রোডাক্ট ব্যবহারে হবে না, তাদের মতো ত্বক পেতে মেনে চলতে হবে কঠিন ডায়েট। ত্বক সুন্দর রাখতে সবজি ও ফল খান। খাদ্যতালিকা থেকে বাদ দিন দোকানের খাবার, যতটা পারবেন এড়িয়ে চলুন ভাজাভুজি। এই টোটকা মেনে চললে শরীর ও ত্বক উভয় ভালো থাকবে। তাই সকলের চোখে অনন্যা হতে চাইলে মেনে চলুন এই টোটকা। 

আরও পড়ুন- বাচ্চার স্ট্রেস দূর করতে মেনে চলুন এই ১০টি টোটকা, সহজ কয়টি পদক্ষেপে সমস্যা দূর হবে

আরও পড়ুন- ডায়েটিং-এর সময় বারে বারে খিদে পাওয়ার সমস্যা দেখা দিচ্ছে, এই ১০ টোটকায় খিদে কমবে

আরও পড়ুন- পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে রয়েছে একাধিক ভুল ধারণা, জেনে নিন কী কী
 

Share this article
click me!

Latest Videos

Live: মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচার সুকান্তর, দেখুন সরাসরি
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
‘ফিরহাদ হাকিমকে ছাড়বো না’ তীব্র হুঙ্কার শুভেন্দুর! দেখুন কী বললেন | Suvendu Adhikari BJP