ত্বকের যত্ন নিন ঘরোয়া উপায়, রইল ঘরে তৈরি টোনারের হদিশ, জেনে নিন কীভাবে বানাবেন

ত্বকের যত্ন নিতে ক্লিনজিং (Cleansing), টোনিং (Toning), ময়েশ্চরাইজিং মাস্ট। এবার ত্বকের যত্ন নিয়ে ব্যবহার করুন সব রকম ঘরোয়া প্রোডাক্ট (Products)। রইল কয়টি ঘরোয়া টোটকার হদিশ। জেনে নিন কীভাবে বানাবেন ঘরোয়া টোনার। রইল কয়টি ঘরোয়া টোনারের হদিশ। 

ত্বকের যত্ন নিতে ক্লিনজিং (Cleansing), টোনিং (Toning), ময়েশ্চরাইজিং মাস্ট। উজ্জ্বল ত্বক পেতে হোক, কিংবা ত্বকের যে কোনও সমস্যা দূর করতে এই টোটকা মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন বিউটিশয়ানরা। আর এই কারণে, বাজার চলতি নানা রকম প্রোডাক্ট ব্যবহার করি আমরা। এর মধ্যে, কোনওটি ত্বকে (Skin) উপকার এনে দেয়, তো কোনওটি থেকে দেখা দেয় পার্শ্ব প্রতিক্রিয়া। এবার ত্বকের যত্ন নিয়ে ব্যবহার করুন সব রকম ঘরোয়া প্রোডাক্ট (Products)। রইল কয়টি ঘরোয়া টোটকার হদিশ। জেনে নিন কীভাবে বানাবেন ঘরোয়া টোনার। রইল কয়টি ঘরোয়া টোনারের হদিশ। 

১ লিটার গরম জলে পুদিনা পাতা (Mint) দিয়ে অন্তত ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার ঠান্ডা হলে জল ছেঁকে নিন। সেই জল তুলোয় করে পুরো মুখে লাগান। এই টোনার ত্বকের জন্য বেশ উপকারী। প্রতিদিন এই টোনার দিয়ে মুখ মুছতে পারেন। 

Latest Videos

শসার দিয়ে বানাতে পারেন টোনার। শসা (Cucumber) কুচি করে কেটে তার সঙ্গে দেড় কাপ দই মেশান। ভালো করে মিশিয়ে নিয়ে প্যাকটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাক টোনারের কাজ করবে। 

ভিনিগার ও গোলাপ জল (Rose Water) দিয়ে টোনার বানানো যায়। একটি পাত্রে সম পরিমাণ নিন। মিশ্রণটি তুলোয় করে মুখে লাগান। এটি টোনারের কাজ করবে। ত্বকের যে কোনও সংক্রমণ থেকে মুক্তি পেতে পারেন, এই টোনারের গুণে। 

লেবুর রস (Lemon) টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি পাত্রে লেবুর রস নিন। তাতে সামান্য জল দিন। ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রমটি তুলোয় করে মুখে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে নিন। লেবুর রস টোনারের কাজ করবে। 

দুধ, মধু ও ডিমের তৈরি প্যাক টোনারের কাজ করে। একটি পাত্রে ১ চামচ মধু, ১ চামচ দুধ ও ডিমের হলুদ অংশ নিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। প্রতি সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করতে পারেন। এই প্যাক টোনারের কাজ করবে। এই প্যাকের গুণে ত্বক নরম হবে। 

টমটোর রস ও মধু দিয়ে টোনার বানানো যায়। একটি পাত্রে ১ টেবিল চামচ টমেটোর রস নিন। এর সঙ্গে মেশান সম পরিমাণ মধু। ভালো করে মিশিয়ে নিন। তুলোয় করে মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। উপকার পাবেন। 

আরও পড়ুন- আপনি কি সম্পর্কের প্রতি আসক্ত, বুঝবেন এই লক্ষণগুলি দেখে

আরও পড়ুন- ১২ ফুটের দেওয়ালে চড়ে তাক লাগিয়ে দিল কিশোরী, নেটিজেনরা মুখে শুধুই 'স্পাইডার-গার্ল'

আরও পড়ুন- চিনে লকডাউনের জের, আইফোন সরবরাহকারী ফক্সকন শেনজেনে উৎপাদন বন্ধ করল


 

 
 

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর