ঘরোয় উপায় মেকআপ তুলুন, রইল পাঁচটি সহজ টোটকা, জেনে নিন কী করলে সহজে মেকআপ উঠবে

Published : Mar 13, 2022, 07:39 PM IST
ঘরোয় উপায় মেকআপ তুলুন, রইল পাঁচটি সহজ টোটকা, জেনে নিন কী করলে সহজে মেকআপ উঠবে

সংক্ষিপ্ত

ভারী মেকআপ (Makeup) সারা রাত ঘুমানো উচিত নয়। এদিকে মেকআপ রিমুভার (Makeup Remover) ব্যবহারেও ভয়। এর থেকে ত্বকে প্রতিক্রিয়া দেখা দেয়। মেকআপ তুলতে ব্যবহার করুন ঘরোয়া উপকরণ। জেনে নিন কী দিয়ে মেকআপ তোলা যায়।  

বন্ধুর বিয়ে বলে কথা, তাই প্রস্তুতি চলছে বহুদিন আগে থেকে। শাড়ি, অ্যাকসেশরিজ, মেকআপ কিট সবই কেনা হয়ে গিয়েছে। কবে কী পরবেন, কেমন করে সাজবে সবই ঠিক। তা সত্ত্বেও মনের মধ্যে একটা ভয় করছে। আপনার সেনসিটিভ ত্বক। তাই কদিন ভারী মেকআপ (Makeup) করলে যে তার ব্রণ বের হতে পারে, তা আপনি জানেন। এদিকে মেকআপ রিমুভার (Makeup Remover) ব্যবহারেও ভয়। এর থেকে ত্বকে প্রতিক্রিয়া দেখা দেয়। এবার সাত-পাঁচ না ভেবে মেনে চলুন ঘরোয়া টোটকা (Home Remedies)। মেকআপ তুলতে ব্যবহার করুন ঘরোয়া উপকরণ। জেনে নিন কী দিয়ে মেকআপ তোলা যায়।  

দুধ (Milk) দিয়ে মেকআপ (Makeup) তুলতে পারেন। এতে ত্বকের কোনও রকম ক্ষতি হয় না। একটি পাত্রে দুধ নিন। তা তুলোয় করে নিয়ে মেকআপ তুলুন। এতে খুব সহজে মেকআপ উঠে যাবে। আর দুধের গুণে ত্বক নরম হবে।  
ব্যবহার করতে পারেন নারকেল তেল। নারকেল তেল (Coconut Oil) ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের একাধিক সমস্যা দূর হয় এই তেলের গুণে। সঙ্গে মেকআপ তুলতেও এটি বেশ কাজে আসে। একটি পাত্রে নারকেল তেল নিন। তা তুলোয় করে নিয়ে মেকআপ তুলুন। যত ভারীই মেকআপ হোক, তা সহজে দূর হবে। 

শসার রস (Cucumber) ব্যবহার করতে পারেন মেকআপ রিমুভার হিসেবে। শসা ব্লেন্ড করে হোক কিংবা সবজি কাটারে ঘষে শসার রস বের করে নিন। এবার তুলোয় করে সেই রস নিয়ে মেকআপ তুলুন। খুব সহজেই মেকআপ উঠে যাবে। যাদের সেনসিটিভ ত্বক তারা এই টোটকা মেনে চলতে পারেন।  

পেট্রোলিয়াম জেল মেকআপ তুলতে বেশ উপকারী। তবে শীতকালে এটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। হাত দিয়ে একটু জেল নিয়ে মুখে মেখে নিন। অল্প নিলেই হবে। তারপর তুলোয় করে মুখ মুছে বনিন। দু বার ব্যবহার করলেই সম্পূর্ণ মেকআপ উঠে যাবে।    

অলিভ ও আমন্ড অয়েল মেকআপ তোলার কাজে ব্যবহার করতে পারেন। একটি পাত্রে সম পরিমাণ অলিভ ও আমন্ড অয়েল নিন। তুলোয় করে মেকআপের ওপর লাগান। এই তেলের গুণে এতে খুব সহজে ও দ্রুত মেকআপ উঠে যায়। সঙ্গে ত্বককে যে কোনও ক্ষতি থেকে রক্ষা করে। তাই মেকআপ তুলতে এই তেল ব্যবহার করতে পারেন।   

আরও পড়ুন- এই কয়টি কৌশল মেনে সাজিয়ে তুলুন ঠোঁট, রইল ঠোঁট সাজানোর উপায়, দেখে নিন এক ঝলকে

আরও পড়ুন- রূপা দত্তের গ্রেফতারের খবরে সরগরম খবরের দুনিয়া, জেনে নিন কে এই টেলি নায়িকা

আরও পড়ুন- ওজন কমাতে ও সুস্বাস্থ্যের জন্য খেতে পারেন ডিটক্স ওয়াটার, রইল ১০টি শরবতের হদিশ
 

PREV
click me!

Recommended Stories

শীতে নানা রকম ডালিয়া পেতে প্রয়োজন গাছের সঠিক পুষ্টি, জানুন কোন খাবারে ফুটবে বাগান ভর্তি ডালিয়া
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়