ঘি-এর গুণে পান লম্বা ও মজবুত চুল, দূর হবে খুশকি, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

চুলের সকল সমস্যা সমাধানে ব্যবহার করুন ঘি (Ghee)। ঘি-তে থাকে জরুরি কিছু উপাদান। নিয়মিত ঘি দিয়ে চুলে মাসাজ করলে চুলে পুষ্টি জোগান ঘটবে। জেনে নিন ঘি চুলের জন্য কতটা উপকারী।  

চুলের একাধিক সমস্যা নিয়ে নাজেহাল অবস্থা সকলের। খুশকির (Dandruff) সমস্যা, অধিক চুল পড়ার (Hair Fall) সমস্যা এমনকী শুষ্ক চুলের সমস্যায় অনেকেই ভোগেন। সারা বছরই চুলের একাধিক সমস্যা লেগে থাকে। শীতে যেমন বাড় খুশকির সমস্যা, তেমনই বর্ষায় বাড়ে চুল পড়ার সমস্যা। চুলের সকল সমস্যা সমাধানে ব্যবহার করুন ঘি (Ghee)। ঘি-তে থাকে জরুরি কিছু উপাদান। নিয়মিত ঘি দিয়ে চুলে মাসাজ করলে চুলে পুষ্টি জোগান ঘটবে। জেনে নিন ঘি চুলের জন্য কতটা উপকারী।  

ঘি দিয়ে ম্যাসাজ করুন। একটি পাত্রে ঘি নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। আঙুলে করে ঘি নিয়ে স্ক্যাল্পে (Scalp) লাগান। তারপর সেই ঘি দিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু (Shampoo) করে নিন। সপ্তাহে ২ দিন ঘি দিয়ে ম্যাসাজ করুন। এতে খুশকি দূর হবে। 

Latest Videos

চুলের বৃদ্ধিতে ঘি খুবই উপকারী। একটি পাত্রে ঘি নিয়ে ফেটিয়ে নিন। এরা পেঁয়াজ (Onion) ঘষে রস বের করে নিন। এই ঘি -এর সঙ্গে পেঁয়াজের রস মেশান। ভালো করে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। পেঁয়াজের রসে থাকা কিছু উপকারী উপাদান নতুন চুল গজাতে সাহায্য করবে। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক।  

আমলকি (Amla) ও ঘি মিশিয়ে প্যাক বানান। যারা অধিক চুল পড়ার সমস্যায় ভোগেন তারা এই প্যাক ব্যবহার করতে পারে। প্রথমে আমলকি সেদ্ধ করে বীজ বের করে নিন। এবার চটকে নিন। এর সঙ্গে মেশান ঘি। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। আমলকির রসের গুণে চুল পড়ার সমস্যা দূর হবে। এই প্যাক সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করতে পারেন। 

দূষণের জন্যই হোক, কিংবা অন্য কারণে অনেকেরই চুল নিস্তেজ দেখায়। চুলে আর্দ্রতা ফেরাতে ঘি দিয়ে ম্যাসাজ করুন। একটি ২ চামচ ঘি একটি পাত্রে নিন। তাতে মেশান ১ চামচ নারকেল তেল (Coconut Oil)। তা ভালো করে ফেটিয়ে নিয়ে প্যাক বানান। এবার এই মিশ্রণ আঙুলে করে স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। চাইলে ঘি মাথায় লাগানোর আগে তা গরম করে নেবেন। গরম ঘি দিয়ে ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে। ফলে চুল ঘন ও লম্বা হয়। এই টোটকা চুলের জন্য বেশ উপকারী। 

আরও পড়ুন- পেটের সমস্যা সমাধান মেনে চলুন ঘরোয়া টোটকা, এই কয়টি খাবারে সমস্যা নির্মূল হবে

আরও পড়ুন- আপনি কী একজন ফ্রিল্যান্স কর্মী, তাহলে জেনে নিন আয়কর ছাড়ের ক্ষেত্রে কী সুবিধা পাবেন

আরও পড়ুন- দাগহীন নিখুঁত ত্বক পেতে হাতিয়ার করুন কনসিলার, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন
 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু