সংক্ষিপ্ত
গরমে ট্যানের সমস্যায় কম-বেশি সকলেই ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ফেসপ্যাক লাগান অনেকে। এবার বাজার চলতি প্রোডাক্ট ব্যবহারের সঙ্গে ব্যবহার করুন ঘরোয়া টোটকা (Home Remedies)। রইল কয়টি ঘরোয়া প্যাকের হদিশ। এই প্যাক নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে।
গরম পড়া মানেই ত্বকের (Skin) হাজারও সমস্যা। ব্রণ, চুলকালি ভাব, মুখ লাল হয়ে যাওয়া। এর থেকেও বড় সমস্যা হল ট্যান (Tan)। গরমে ট্যানের সমস্যায় কম-বেশি সকলেই ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ফেসপ্যাক লাগান অনেকে। এবার বাজার চলতি প্রোডাক্ট ব্যবহারের সঙ্গে ব্যবহার করুন ঘরোয়া টোটকা (Home Remedies)। রইল কয়টি ঘরোয়া প্যাকের হদিশ। এই প্যাক নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে।
দুধ (Milk) ও লেবুর রস (Lemon) দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ২ টেবিল চামচ দুধ নিন। তাতে মেশা ১ টেবিল চামচ পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে সঙ্গে দূর হবে ট্যান।
ডাবের জল ও চন্দন দিয়ে প্যাক বানাতে পারেন। ডাবের জল ত্বকের জন্য খুবই উপকারী। একটি পাত্রে ২ টেবিল চামচ ডাবের জল নিন। তার সঙ্গে মেশান চন্দর গুঁড়ো। অথবা মেশাতে পারেন চন্দন বাটা। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকের গুণে মুহূর্তে দূর হবে ট্যানের সমস্যা।
ট্যান তুলতে চাইলে নিয়মিত বেসন লাগান। একটি পাত্রে অল্প পরিমাণ বেসন নিতে তাতে জল দিয়ে মেশান। এতে মেশান গোলাপ জল (Rose Water)। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। নিয়মিত এই প্যাক ব্যবহার করুন। এতে, ত্বকে জমে থাকা নোংরা দূর হবে সঙ্গে দূর হবে ট্যানের সমস্যা।
ব্যবহার করতে পারেন টমেটোর ফেসপ্যাক (Tomato Face Pack)। টমেটোতে থাকা কিছু উপকারী উপাদান ট্যান দূর করে। একটি টমেটো কেটে ভিতরের জেলির মতো অংশ বের করুন। এটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাক ট্যান দূর করতে বেশ উপকারী। চাইলে টমেটোর সঙ্গে শসার রস মিশিয়ে লাগাতে পারেন। এতেও উপকার পাবেন।
হলুদের (Turmeric) গুণে ত্বকের সব রকম সমস্যা দূর হয়। একদিকে যেমন দূর হয় ট্যানের সমস্যা, তেমনই যে কোনও সংক্রমণের হাত থেকে মুক্তি পেতে পারেন। একটি পাত্রে কাচা হলুদ বাটা নিন। তার সঙ্গে মেশান গোলাপজল, অল্প পরিমাণ দুধ। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ট্যান দূর হবে।
আরও পড়ুন- ওজন কমানো থেকে মজবুত চুল পেতে, ভরসা রাখুন তিসির তেলে
আরও পড়ুন- নেইল এক্সটেনশন করার আগে মেনে চলুন এই টোটকা, পার্লার নয় ঘরে করুন নখের সজ্জা
আরও পড়ুন- এই কয়টি লক্ষণ দেখলে বুঝবেন স্ত্রী তৃতীয় ব্যক্তির প্রতি আশক্ত, জেনে নিন কী কী