লকডাউনের মধ্যে একাধিক কর্মী নিয়োগ রেলের, জেনে নিন আবেদনের পদ্ধতি

  • চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর  নিয়ে হাজির রেলের দক্ষিণ শাখা
  • দক্ষিণ রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
  •  বহু শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে দক্ষিণ রেল
  • টেলি কনফারেন্সের মাধ্যমেই প্রার্থীদের বাছাই করা হবে

সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। সারা দেশে একটানা লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। প্রত্যেকেই কোভিড-১৯-এর জেরে গৃহবন্দি। আর এই মারণ ভাইরাসের জেরে বড় ধাক্কা  পড়েছে অর্থনীতির উপর। আর তারই প্রভাব পড়েছে কর্মসংস্থানে। তার ফলেই কর্মহীন হয়ে পড়তে পাড়ে বহু  মানুষ এই আশঙ্কাতেই সকলে উদ্বিগ্ন হয়ে রয়েছে। এই চিন্তার মধ্যেই চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর  নিয়ে হাজির রেলের দক্ষিণ শাখা। দক্ষিণ রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বহু শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে দক্ষিণ রেল। বিভিন্ন পদে প্যারা মেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দক্ষিণ রেল। 

আরও পড়ুন-অষ্টম শ্রেণী পাশে রাজ্য সরকারের চাকরিতে একাধিক শূণ্যপদ, রইল বিস্তারিত...

Latest Videos


টেলি কনফারেন্সের মাধ্যমেই প্রার্থীদের বাছাই করা হবে। অনলাইনের মাধ্যমেই  চাকরির আবেদন করতে পারবেন প্রার্থীরা। যারা এই চাকরির জন্য নির্বাচিত হবেন তাদেরকে চেন্নাইয়ের পেরাম্বুরে দক্ষিণ রেলের সদর হাসপাতালের পোস্টিং দেওয়া হবে। কীভাবে আবেদন করবেন তার কিছু জরুরি তথ্যও প্রকাশ করা হয়েছে। দেখে নিন একনজরে।

চাকরির নিয়োগ সংক্রান্ত জরুরি কিছু তথ্য-

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ১৫ এপ্রিল, ২০২০।
মোট শূন্য আসন- ১৯৭।
বিজ্ঞপ্তি নম্বর- পি (এস) ২৬৮/ভিআইআইআই/কনট্র্যার্ট/পিএমসি/ কোভিড-১৯।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি- টেলি কনফারেন্সে ইন্টারভিউর মাধ্যমে, এবং পরে  মেডিক্যাল পরীক্ষা হবে।
আবেদনের শেষ তারিখ- ২২ এপ্রিল, ২০২০।
আবেদন ফি- কোনও আবেদন ফি লাগবে না।
পরীক্ষার তারিখ- আবেদনকারীদের মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে।


প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের বিস্তারিত তথ্য-

নার্সিং সুপারইনটেনডেন্টের পদের জন্য

শূন্য আসন- ১১০
শিক্ষাগত যোগ্যতা- জেনারেল নার্সিংয়ে আর এনএম সার্টিফিকেট (৩ বছরের কোর্স) অথবা বিএসসি নার্সিং।
বয়সসীমা-  ২০-৪০ বছর ( ১ এপ্রিল ২০২০ অনুসারে)
পে স্কেল-  লেভেল-৭ অনুসারে ৪৪,৯০০ টাকা (সঙ্গে ডিএ এবং অন্য়ান্য ভাতা)

ফিজিওথেরাপিস্ট পদের জন্য

শূন্য আসন-  ০৩
শিক্ষাগত যোগ্যতা-  ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি
বয়সসীমা-  ১৮-৩৩ বছর ( ১ এপ্রিল ২০২০ অনুসারে)
পে স্কেল-  লেভেল-৬ অনুসারে ৩৫,৪০০ টাকা (সঙ্গে ডিএ এবং অন্য়ান্য ভাতা)

ডায়েটিশিয়ান পদের জন্য

শূন্য আসন: ০২
শিক্ষাগত যোগ্যতা: বি.এসি (সায়েন্স) ডিগ্রি এবং ডায়েটিক্স-এ পিজি ডিপ্লোমা অথবা বি.এসি হোম সায়েন্স এবং এম.এসি হোম সায়েন্স (ফুড অ্যান্ড নিউট্রিশন)
বয়সসীমা: ১৮-৩৩ বছর ( ১ এপ্রিল ২০২০ অনুসারে)
পে স্কেল: লেভেল-৭ অনুসারে ৪৪,৯০০ টাকা (সঙ্গে ডিএ এবং অন্য়ান্য ভাতা)

আরও পড়ুন-শূন্যপদে কর্মী নিয়োগ এলআইসি-র , জানুন আবেদনের শেষ তারিখ..

 

হেমোডায়ালেসিস টেকনিশিয়ান পদের জন্য

শূন্য আসন: ০৪
শিক্ষাগত যোগ্যতা: বি.এসি.ডিগ্রির পাশাপাশি 
হেমোডায়ালেসিস-এ ডিপ্লোমা
বয়সসীমা: ২০-৩৩ বছর ( ১ এপ্রিল ২০২০ অনুসারে)
পে স্কেল: লেভেল-৬ অনুসারে ৩৫,৪০০ টাকা (সঙ্গে ডিএ এবং অন্য়ান্য ভাতা)

ইলেকট্রনিক টেকনিশিয়ান

শূন্য আসন: ০২
শিক্ষাগত যোগ্যতা: সায়েন্সে ডিগ্রির সঙ্গে 
ইলেকট্রনিক্স অথবা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।
বয়সসীমা: ১৮-৩৩ বছর ( ১ এপ্রিল ২০২০ অনুসারে)
পে স্কেল: লেভেল-৫ অনুসারে ২৯,২০০ টাকা (সঙ্গে ডিএ এবং অন্য়ান্য ভাতা)


হাউস কিপিং অ্যাসিস্যান্ট পদের জন্য 

শূন্য আসন: ৬৮
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম মাধ্যমিক পাশ
বয়সসীমা: ১৮-৩৩ বছর ( ১ এপ্রিল ২০২০ অনুসারে)
পে স্কেল: লেভেল-১ অনুসারে ১৮,০০০ টাকা (সঙ্গে ডিএ এবং অন্য়ান্য ভাতা)

ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য

শূন্য আসন: ০৪
শিক্ষাগত যোগ্যতা: সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে ডিএমএলটি-তে ডিপ্লোমা অথবা মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে সার্টিফিকেট কোর্স
বয়সসীমা: ১৮-৩৩ বছর ( ১ এপ্রিল ২০২০ অনুসারে)
পে স্কেল: লেভেল-৩ অনুসারে ২১,৭০০ টাকা (সঙ্গে ডিএ এবং অন্য়ান্য ভাতা)

রেডিওগ্রাফার পদের জন্য

শূন্য আসন: ০৪
শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স এবং কেমিস্টি-সহ ২০+২, সঙ্গে রেডিওগ্রাফি বা এক্স-রে টেকনিশিয়ান বা রেডিওডায়াগনসিস টেকনোলজি কোর্সে ডিপ্লোমা
বয়সসীমা: ১৯-৩৩ বছর ( ১ এপ্রিল ২০২০ অনুসারে)
পে স্কেল: লেভেল-৫ অনুসারে ২৯,২০০ টাকা (সঙ্গে ডিএ এবং অন্য়ান্য ভাতা)

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee