ডায়মন্ড শেপ ক্যামেরার নজরকারা ডিজাইন, চমৎকার ফিচার-সহ লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন

Published : Jan 04, 2020, 03:29 PM IST
ডায়মন্ড শেপ ক্যামেরার নজরকারা ডিজাইন, চমৎকার ফিচার-সহ লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন

সংক্ষিপ্ত

স্মার্টফোনের বাজারে আসতে চলেছে নতুন সংযোজন ৪ জানুয়ারি লঞ্চ হচ্ছে ভিভো এসওয়ান প্রো স্মার্টফোন থাকছে ডায়মন্ড শেপ ক্যামেরার নজরকারা ডিজাইন তিনটি স্টাইলিস রং-এ মিলবে এই স্মার্টফোন

গত বছরে চায়না-তে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। বাজারে আসতে চলেছে মোবাইলের নতুন সংযোজন। শীঘ্রই হাতে আসবে ভিভো এসওয়ান প্রো স্মার্টফোন। স্টাইলিশ লুক-সহ প্রকাশিত হয়েছে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন, তাতেই জানা গিয়েছে এই ফোনের বিস্তারিত তথ্য। এদিন ৪ জানুয়ারি ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। তবে এই ফোনের সবথেকে আকর্ষনীয় বিষয় হল এর ডায়মন্ড শেপ ক্যামেরার নজরকারা ডিজাইন। ফোনের পিছন দিকে চারটি ক্যামেরা-সহ থাকছে এলইডি ফ্ল্যাশ। 

আরও পড়ুন- উচ্চ রক্তচাপের সমস্যা, শিল্পার টোটকাতেই রইল নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়

এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে নাইট ব্ল্যাক ও ফ্যান্সি স্কাইব্লু, সাদা কালার এর। এই ফোনে থাকছে ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। এর সঙ্গে থাকছে ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডিআর ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে এএমওএলইডি সুপার ক্যাপাসিটিভ টাচস্ক্রিন-সহ ১৬এম কালার। সেই সঙ্গে রয়েছে ২৫৬ জিবি এক্সপ্যান্ডেবল কার্ড স্লট-এর সুবিধা। অপারেটিং সিস্টেম হিসাবে ভিভো এসওয়ান প্রো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যানন্ড্রয়েড ৯.০ ফাউনটাচ ৯.২। 

আরও পড়ুন- নতুন বছরে নতুন ধামাকা জিও-র, ই-কমার্স সাইটে নতুন সংযোজন জিও মার্ট

এই স্মার্টফোনের ক্যামেরা অত্যন্ত আকর্ষণীয়। সেলফি ক্যামেরার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল এইচডিআর ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ১) ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ২) ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ৩) ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ৪) ২ মেগাপিক্সেল-এর ডেপথ সেন্সর-সহ এলইডি ফ্ল্যাস, এইচডি ও প্যানোরোমার সুবিধা। একই সঙ্গে  ভিভো এসওয়ান প্রো স্মার্টফোন স্মার্টফোনে থাকছে ফাস্ট চার্জ সাপোর্টের সঙ্গে নন রিমুভেবল ৪৫০০ এমএএইচের ব্যাটারি। ফোনের স্ক্রীনের নীচের দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর-এর সুবিধা।  ভিভো এসওয়ান প্রো স্মার্টফোন স্মার্টফোন-এর মূল্য মনে করা হচ্ছে ২২,৬৭৫ এর মধ্যেই থাকবে। ফ্লিপকার্টে অফারে এই ফোন পাওয়া যাচ্ছে ১৯,৯৯০ টাকায়।

PREV
click me!

Recommended Stories

সব বল পেনে ঢাকনাতেই ফুটো থাকে কেনো? এক ক্লিকে জানুন এর আসল কারণগুলি
আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব