ডায়মন্ড শেপ ক্যামেরার নজরকারা ডিজাইন, চমৎকার ফিচার-সহ লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন

  • স্মার্টফোনের বাজারে আসতে চলেছে নতুন সংযোজন
  • ৪ জানুয়ারি লঞ্চ হচ্ছে ভিভো এসওয়ান প্রো স্মার্টফোন
  • থাকছে ডায়মন্ড শেপ ক্যামেরার নজরকারা ডিজাইন
  • তিনটি স্টাইলিস রং-এ মিলবে এই স্মার্টফোন

গত বছরে চায়না-তে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। বাজারে আসতে চলেছে মোবাইলের নতুন সংযোজন। শীঘ্রই হাতে আসবে ভিভো এসওয়ান প্রো স্মার্টফোন। স্টাইলিশ লুক-সহ প্রকাশিত হয়েছে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন, তাতেই জানা গিয়েছে এই ফোনের বিস্তারিত তথ্য। এদিন ৪ জানুয়ারি ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। তবে এই ফোনের সবথেকে আকর্ষনীয় বিষয় হল এর ডায়মন্ড শেপ ক্যামেরার নজরকারা ডিজাইন। ফোনের পিছন দিকে চারটি ক্যামেরা-সহ থাকছে এলইডি ফ্ল্যাশ। 

আরও পড়ুন- উচ্চ রক্তচাপের সমস্যা, শিল্পার টোটকাতেই রইল নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়

Latest Videos

এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে নাইট ব্ল্যাক ও ফ্যান্সি স্কাইব্লু, সাদা কালার এর। এই ফোনে থাকছে ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। এর সঙ্গে থাকছে ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডিআর ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে এএমওএলইডি সুপার ক্যাপাসিটিভ টাচস্ক্রিন-সহ ১৬এম কালার। সেই সঙ্গে রয়েছে ২৫৬ জিবি এক্সপ্যান্ডেবল কার্ড স্লট-এর সুবিধা। অপারেটিং সিস্টেম হিসাবে ভিভো এসওয়ান প্রো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যানন্ড্রয়েড ৯.০ ফাউনটাচ ৯.২। 

আরও পড়ুন- নতুন বছরে নতুন ধামাকা জিও-র, ই-কমার্স সাইটে নতুন সংযোজন জিও মার্ট

এই স্মার্টফোনের ক্যামেরা অত্যন্ত আকর্ষণীয়। সেলফি ক্যামেরার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল এইচডিআর ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ১) ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ২) ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ৩) ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ৪) ২ মেগাপিক্সেল-এর ডেপথ সেন্সর-সহ এলইডি ফ্ল্যাস, এইচডি ও প্যানোরোমার সুবিধা। একই সঙ্গে  ভিভো এসওয়ান প্রো স্মার্টফোন স্মার্টফোনে থাকছে ফাস্ট চার্জ সাপোর্টের সঙ্গে নন রিমুভেবল ৪৫০০ এমএএইচের ব্যাটারি। ফোনের স্ক্রীনের নীচের দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর-এর সুবিধা।  ভিভো এসওয়ান প্রো স্মার্টফোন স্মার্টফোন-এর মূল্য মনে করা হচ্ছে ২২,৬৭৫ এর মধ্যেই থাকবে। ফ্লিপকার্টে অফারে এই ফোন পাওয়া যাচ্ছে ১৯,৯৯০ টাকায়।

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু