Dol Yatra 2023: একেক ধরনের মানুষ একেক রঙের মস্তিষ্কে গড়ে ওঠেন, জেনে নিন আপনার পছন্দের রঙের সাথে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য়গুলি

সামনেই রঙের উৎসব দোলযাত্রা। আমাদের মস্তিষ্কও চালিত হয় একেকটি বিশেষ ধরনের রঙে। আপনি কোন রঙে আসক্ত? 

 

Web Desk - ANB | Published : Mar 4, 2023 8:54 AM IST / Updated: Mar 07 2023, 10:43 AM IST

120

আমাদের অবচেতন মন বিভিন্ন রং থেকে অর্থ তৈরি করতে থাকে।

220

রঙগুলি যদি অপছন্দের অনুভূতি জাগিয়ে তোলে, তাহলে আমরা সেই রঙের দিকে খুব-একটা তাকাতেই চাই না।

320

বিশেষজ্ঞরা বলছেন, একেকটি পছন্দের রঙের সাথে জড়িয়ে থাকে মানুষের চারিত্রিক গুণাবলী।

420

আপনার পছন্দের রঙ যদি হয় লাল, তাহলে আপনার ইচ্ছেশক্তি প্রবল।
 

520

লাল পছন্দের মানুষরা উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন এবং তাঁদের মধ্যে ভরপুর এনার্জি থাকে।

620

যদি আপনার পছন্দের রঙ হয় নীল, তাহলে আপনি একটি নির্দিষ্ট নীতি মেনে চলতে ভালোবাসেন। 

 

720

শৃঙ্খলাপরায়ণ জীবনযাপনের পাশাপাশি আপনি খুবই শান্তিপ্রিয় মানুষ।
 

820

রঙের মনোবিজ্ঞানীদের মতে, সবুজ রঙ পছন্দকারী মানুষরা ভীষণভাবে নিরাপদ থাকতে চান এবং সবসময় নিজেদের কাজের জন্য স্বীকৃতি পাওয়ার ইচ্ছে রাখেন।
 

920

সবুজপ্রিয় মানুষরা মানুষকে ভালোবাসতে এবং ভালোবাসা পেতে ভালোবাসেন।

1020

হলুদ রং যাঁদের খুব প্রিয়, তাঁরা সব কিছুতে ভীষণ নিখুঁত থাকতে চান। 

 

1120

হলুদপ্রিয় ব্যক্তিদের কাছে স্বপ্ন দেখাটা একটা প্রিয় শখ। 
 

1220

কমলা রং যাঁদের প্রিয়, তাঁরা একেবারে সামাজিক প্রজাপতি।
 

1320

এঁরা ভীষণভাবে মানুষের সঙ্গে মিশে থাকতে ভালোবাসেন এবং মানুষকে খুব আপন করে নেন। 
 

1420

বাদামি রংবিলাসী মানুষরা খুব সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন।
 

1520

গুটিকয়েক বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিশে থেকেই আনন্দ পান। 
 

1620

কালো রং অনেক মানুষেরই খুব পছন্দের। এই রং যাঁদের প্রিয় তাঁরা স্বাধীন থাকতে বিশেষভাবে পছন্দ করেন। 
 

1720

এঁদের ব্যক্তিত্ব প্রবল ইচ্ছাশক্তিসম্পন্ন হয়ে থাকে।

1820

কিছু মানুষ আবার সাদা রং খুব ভালোবাসেন। সাদা রঙের প্রধান বৈশিষ্ট্য়ই হল সরলতা। 
 

1920

সাদাপ্রিয় মানুষজন খোলামেলা মনের হন এবং অন্যদের মধ্যেও সততা আশা করেন। 
 

2020

সরল জীবনযাপন করেই সাদা রঙের মানুষরা ভীষণভাবে আত্মবিশ্বাসী হন। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos