বছর ঘুরে এলো এবার আশ্বিনের এই বেলা, আকাশ ঘিরে সাদা মেঘের লুকোচুরি খেলা, পরবে সবাই নতুন জামা আনন্দেতে মেতে
আনন্দেরই সকল ধারা বইছে ভুবনেতে- ** শুভ অষ্টমী পূজা**
মা দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হোক দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, পাপ-অন্যায়, মহা অষ্টমীর পূণ্য পাবনে সকলকে শুভেচ্ছা জানাই।