Durga Puja 2025: মহাষ্টমীতে মন ছুঁয়ে যাবে এই বার্তাগুলি, সকলকে অভিনন্দন জানিয়ে ছড়িয়ে দিন এই শুভেচ্ছা

Published : Sep 30, 2025, 11:19 AM IST

শারোদৎসবের অন্যতম শ্রেষ্ঠ দিন মহাষ্টমীতে শহরতলীতে ঠাকুর দেখার ঢল নামে। এই পবিত্র দিনে আপনার পরিবার ও বন্ধু-বান্ধবদের শুভেচ্ছা জানাতে রইল মা দুর্গার আশীর্বাদ ধন্য কয়েকটি বিশেষ বার্তার সংকলন।

PREV
15

আজ মহাষ্টমী, তাই সকাল থেকেই ঠাকুর দেখার ঢল নামে শহরতলীতে। শারোদৎসবের এই দিনে দিনে সবচেয়ে বেশী ভিড় জমে প্যান্ডেলগুলিতে। তাই এই অষ্টমীর দিনেই আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল মহাষ্টমীর এমনই কয়েকটি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।

25

মা দুর্গার আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক, সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক, আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।

শুভ মহা অষ্টমী

অষ্টমীর মতোই আনন্দময় হোক পুজোর বাকি দিনগুলি, সুন্দর হোক তোমার জীবন, পূরণ হোক মনের সকল চাওয়া পাওয়া।

শুভ মহা অষ্টমী

35

ঢাকের আওয়াজ দেয় কুর-কুর শোনা যায় ওই আগমনী সুর, মায়ের এবার আসার পালা শুরু হলো মজার খেলা, তাই নিয়ে এই সুখী মন, জানাই আগাম অভিনন্দন ! *** মহা অষ্টমীর শুভেচ্ছা ***

আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইল মহা অষ্টমীর শুভেচ্ছা-সহ অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা।

শুভ মহা অষ্টমী

45

বছর ঘুরে এলো এবার আশ্বিনের এই বেলা, আকাশ ঘিরে সাদা মেঘের লুকোচুরি খেলা, পরবে সবাই নতুন জামা আনন্দেতে মেতে

আনন্দেরই সকল ধারা বইছে ভুবনেতে- ** শুভ অষ্টমী পূজা**

 মা দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হোক দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, পাপ-অন্যায়, মহা অষ্টমীর পূণ্য পাবনে সকলকে শুভেচ্ছা জানাই।

55

মাগো তোমার চরণ স্পর্শে দূর হোক সকল শোক, তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক !! - ** মহা অষ্টমীর শুভেচ্ছা **


দূর্গা অষ্টমীর এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা… কামনা করি মা দুর্গার আশীর্বাদে সবার জীবন আনন্দে ভরে উঠুক। শুভ মহাঅষ্টমী

Read more Photos on
click me!

Recommended Stories