Holi Wishes 2024: দোল উপলক্ষে পাঠান শুভেচ্ছা বার্তা, রইল সেরা কিছু বার্তার হদিশ

এই একটি মাত্র উৎসবে মেতে ওঠে গোটা দেশ। এদিনের এই অসীম আনন্দ এড়িয়ে যেতে চান না কেউই। ছোট থেকে বড় এদিন যেন সকলের কাছে এক অপার সুখ সাগরে ভেসে যাওয়ার এক মধুর ক্ষণ। তাই সব কিছু ভুলে আপনজনদের পাঠান দোলের শুভেচ্ছা বার্তা।

Deblina Dey | Published : Mar 24, 2024 4:48 PM / Updated: Mar 24 2024, 04:49 PM IST
110

রামধনুর মতো রঙিন হোক তোমার প্রতিটি দিন। আজে আনন্দের রঙে ভেসে যাক তোমার এই প্রিয় উৎসব। ভালো থেকো সুস্থ থেকো। জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা।

210

তুমি ও তোমার পরিবারের সকলের জন্য রইল দোলের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে কামনা করি পরিবারকে সঙ্গে নিয়েই তোমার জীবন হয়ে উঠুক আরও রঙিন।

310

তোমাকেই প্রথম রঙ দিতে চাই। তোমাকে দিয়েই শুরু হবে আমার দোল খেলা। অপেক্ষায় রইলাম... দোল উৎসবের শুভেচ্ছা।

410

তোমার ছোঁয়ায় আমার জীবন হয়ে উঠেছে রঙীন। তাই আজকে রঙের উৎসবে তোমাকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এমনই রঙিন থাক আমাদের প্রতিটি দিন।

510

দোল উৎসবের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার মনের রঙীন পাতায় চিরকাল অমলিন থাক আমাদের বন্ধুত্ব। বসন্তের ছোঁয়ায় আমাদের মন থাক চির সবুজ। হ্যাপি হোলি

610

দোল উৎসবের অনেক শুভেচ্ছা। সমস্ত কিছু ভুলে আজে রঙের আনন্দে মেতে ওঠো। তোমার জীবন হয়ে উঠুক অনেক রঙীন। শুভ দোল উৎসব।

710

নানা ভাষা নানা মত নানা পরিধান। তবু বিবিধের মাঝে দোলের মাহাত্ম্য কিন্তু মিলনে। তাই দূরে থাকলেও আজ মনে মনে রঙ দিলাম তোমায়। জানাই দোল উৎসবের আন্তরিক শুঙেচ্ছা। ভালো থেকো বন্ধু।

810

তুমি ও তোমার পরিবারের সকলের জন্য রইল দোলের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে কামনা করি পরিবারকে সঙ্গে নিয়েই তোমার জীবন হয়ে উঠুক আরও রঙিন।

910

তোমার ছোঁয়ায় আমার জীবন হয়ে উঠেছে রঙীন। তাই আজকে রঙের উৎসবে তোমাকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এমনই রঙিন থাক আমাদের প্রতিটি দিন।

1010

রামধনুর মতো রঙিন হোক তোমার প্রতিটি দিন। আজে আনন্দের রঙে ভেসে যাক তোমার এই প্রিয় উৎসব। ভালো থেকো সুস্থ থেকো। জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos