অবিশ্বাস্য! অগাষ্ট মাসে ডবল খুশি মিলবে অফিস যাত্রীদের, এই মাসে মিলতে চলতে লম্বা ছুটি

Published : Jul 21, 2024, 01:46 PM IST
Holiday List 2024

সংক্ষিপ্ত

কোন কোন দিন ছুটি থাকবে? জেনে নিন আপনার মনে আসা সমস্ত প্রশ্নের উত্তরগুলি। জুলাই মাস শেষে দিকে আর কয়েক দিন পরেই অগাষ্ট মাস, জেনে নিন ১৫ অগাস্ট-সহ আরও কতগুলি ছুটি পাবেন এই মাসে? 

Holiday List 2024 In August: পুজোর আগেই মিলতে চলেছে লম্বা ছুটি। এই ছুটিতে বন্ধ থাকবে স্কুল থেকে ব্যাংক-সহ সমস্ত কিছু। কিভাবে মিলবে পুজোর আগে এত ছুটি? কোন কোন দিন ছুটি থাকবে? জেনে নিন আপনার মনে আসা সমস্ত প্রশ্নের উত্তরগুলি। জুলাই মাস শেষে দিকে আর কয়েক দিন পরেই অগাষ্ট মাস, জেনে নিন ১৫ অগাস্ট-সহ আরও কতগুলি ছুটি পাবেন এই মাসে?

অগাস্ট মাস সরকারি কর্মীদের এবারে সোনায় সোহাগা-

আগস্ট মাসে ব্যাংকের ছুটি

১০ আগস্ট দ্বিতীয় শনিবার হওয়ার কারণে এদিন ব্যাংকের ছুটি থাকবে।

১১ আগস্ট পড়ছে রবিবার এই দিন সব জায়গায় ছুটি থাকবে।

১৫ আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে ছুটি পাবেন কর্মীরা।

এরপর ১৮ আগস্ট পড়ছে রবিবার। তাই ছুটি পাবেন সকলে।

১৯ আগস্ট হচ্ছে সোমবার এদিন রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে।

২৪ অগাস্ট চতুর্থ শনিবার, এইদিন ব্যাংকের ছুটি থাকবে।

২৫ আগস্ট পড়ছে রবিবার এই দিন সব জায়গায় ছুটি থাকবে।

এরপর ২৬ আগস্ট জন্মাষ্টমী এই দিন ছুটি থাকবে।

কোন কোন দিন টানা ছুটির সম্ভাবনা রয়েছে?

এই মাসে বেশ কয়েকটি টানা ছুটির সম্ভাবনা রয়েছে। এই অগাস্ট মাসে। ১০, ১১ তারিখের ছুটি এরপর রয়েছে ১৮ ও ১৯ আগস্ট এর ছুটি। তারপর কষ্ট করে চারদিন কাজ করার পরেই আবার তিনদিন ছুটি পাবেন প্রত্যেকে।

এই সময় টানা কোথাও ঘুরতে যাওয়ার জন্য একেবারে সেরা মাস। এই ছুটির তালিকা বেসরকারি কর্মীদের সঙ্গে নাও মিলতে পারে। কারণ তাদের ছুটির পরিকাঠামো অফিসের উপর নির্ভর করছে। কোনও স্থায়ী তাই এই ছুটির সঙ্গে বেসরকারি কর্মচারীদের ছুটি নাও মিলতে পারে। তবে মন খারাপ করার কিছু নেই। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সব জায়গায় ছুটি থাকবে। এছাড়াও শনি এবং রবিবার তো ছুটি পাচ্ছে নিয়ে আপনারা।

PREV
click me!

Recommended Stories

ক্যান্সারের সঙ্গে লড়াই করা অ্যান্টিঅক্সিডেন্ট আসলে কী? কীভাবে কাজ করে? উত্তর দিলেন ডায়েটেশিয়ান
এই ৬টি খাবার খেলেই দারুণ ঘুম? দেখে নিন তালিকা