কম বেশি প্রক্যেত নারী সাজতে ভালবাসেন। তাই দিনের এক ঘণ্টা সময় বার করে মেকআপের বাক্সটা খুলে বসতেই পারেন। তাতে নিজের মন ভাল হবে। আর আপনাকে দেখাবেও সুন্দর। প্রথম দিন হয়তো কাছের মানুষটি চমকে যেতে পারে। কিন্তু পরপর কয়েক দিন এভাবে আপনাকে দেখলে তার ভাল লাগবে। তবে কারও জন্য না হলেও নিজের জন্যতো সুন্দর করে সাজতে পারেন।