ঘর সাজানোর টিপস: ঘরের সাজে বদলাবে মেজাজ! জানুন কোথায়, কী পরিবর্তন করতে পারেন

Published : Aug 20, 2025, 09:12 PM IST
Home Decore

সংক্ষিপ্ত

সাজানো গোছানো ঘর শুধু দেখতেই ভালো লাগে না, মনে প্রশান্তিও আনে। ঘরের রং, আসবাবপত্র, আলো, গাছপালা - সবকিছু মিলিয়ে আপনার মনের উপর প্রভাব ফেলে।

সাজানো গোছানো ঘর শুধু দেখতেই ভালো লাগে এমনটা নয়, বোরং মনে প্রশান্তিও আনতে পারে। যেখানে দিনের বেশিরভাগ সময়টা কাটাবেন, আরামে নিজের মতো থাকবেন সেই ঘরের অন্দরসজ্জাও আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। তাই ঘর কীভাবে সাজাবেন, কীভাবে গোছাবেন, কোন জিনিস রাখবেন বা কোনটি নয় - এই সমস্ত জিনিস মনকে প্রভাবিত করে। হতেই পারে আপনার একঘেয়েমি ও ক্লান্তি দূর করল, আবার মনকে অবসাদগ্রস্ত করে তুলতে পারে।

অন্দরসজ্জা যেভাবে মনকে প্রভাবিত করে

১। ঘরের রং

ঘরের রং কেবল শোভা বর্ধক হিসেবেই নয়, বরং আপনার মন ভালো রাখতেও সহায়ক। নতুন ঘর কেবল রং করতে হয় বলেই করে ফেললাম তাহলে হবে না। অন্দরসজ্জার শিল্পীরা বলে থাকেন, ঘরের রং করতে হবে আলোর উপস্থিতি অনুযায়ী। যে ঘরে কম আলো প্রবেশ করে সেই ঘরে তুলনামূলক উজ্জ্বল ও হালকা রং ব্যবহার করতে হবে, যাতে ঘরও আলোকোজ্জ্বল দেখায়। হালকা সবুজ, ধূসর, ল্যাভেন্ডার, লেমোনেডের মত হালকা রং আপনার চোখ এবং মন - দুইয়ের সঙ্গেই মানানসই।

২। ঘরে প্রকৃতির স্পর্শ

বাড়িতে এক টুকরো প্রকৃতির স্পর্শ আপনার মন ভালো রাখতে পারে। উঠোন বা ছাদে ছোট্ট বাগান, ব্যালকোনিতে দুটো গাছের সমারোহ, বা আপনার টেবিলে একটা পছন্দের গাছের টব - কাজ থেকে ফিরে একবার চোখ বোলালেই সারাদিনের ক্লান্তি নিমেষে কাটিয়ে দিতে পারে। ঘরের কোনো একটি কোণা নিজের মতো করে প্রকৃতির স্পর্শে সাজিয়ে তুলতে পারেন। একটা সোফা বা আরামকেদারা রাখুন, পাশে দুটো ইনডোর প্ল্যান্ট, সামনে টেবিলে টাটকা ফুলের তোরা রাখতে পারেন। রঙিন পাথর কিংবা ছোট কোনও কৃত্রিম ঝর্না দিয়েও সাজাতে পারেন।

৩। ঘরের আসবাব নির্বাচন

ঘর ছোট হোক বা বড় অনেক আসবাবপত্র একসাথে ঠেসে রাখলে মোটেই ঘর দেখতে ভালো লাগে না। অনেক আসবাবের ভিড়ে ঘরের মাঝে হেঁটে বেড়ানোই দুষ্কর হয়ে ওঠে। তাই ঘরের জন্য আসবাব নির্বাচন করতে হবে একটু ভেবেচিন্তে। কোন আসবাবগুলো স্বল্প জায়গাতেই আপনার অনেকটা দরকার মেটাতে পারে। জায়গা বাঁচানোর জন্য ভাঁজ করা খাবার টেবিল, সোফা কাম বেড ইত্যাদিও নিয়ে দেখতে পারেন।

৪। আলোকসজ্জা

ঘরে আলোর উপস্থিতি আপনার মনকে প্রভাবিত করে অনেকটা। ঘরে রোদ বা আলোর উপস্থিতি না থাকলে স্যাঁতসেতে ঘর কারোর পছন্দ হয় না। এতে ঘরের আসবাবপত্রও নষ্ট হয় তাড়াতাড়ি। বাইরে থেকে আলো আসার জন্য কাঁচের জালনা, আলো প্রতিফলিত হওয়ার মতো বড় আয়না, সিলিং-এ সুকৌশলে লাগানো কৃত্রিম আলোর ব্যবহার আপনার ঘরকে আলোকিত রাখবে। সেখানে থাকতেও ভালো লাগবে। অতিরিক্ত আলো আসলে ডার্ক রঙের পর্দা ব্যবহার করতে পারেন।

৫। স্নানঘর সাজানো

দিনের সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলা যায় একটা ভালো শাওয়ার নিতে পারলে। কাজ সেরে এসে একটু ঈষদুষ্ণ জলে স্নান, বাথটব থাকলে আরো ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন নানা ঘরে সুকল্পিত আলোর ব্যবস্থা প্রসাধনী গুছিয়ে রাখার একটা ছোট্ট ওয়ার্ড্রোবও বানাতে পারেন। রাখতে পারেন সুন্দর বড়ো আয়না, এতে আলো প্রতিফলিত হবে ভালো। স্নানের সময় সুগন্ধি মোমবাতির ব্যবহার বা সুগন্ধি কোনো ডিফিউজার স্নানের অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তুলবে, মেজাজে পরিবর্তন আসবে।

সারাংশ ঘর কীভাবে সাজাবেন, কীভাবে গোছাবেন, কোন জিনিস রাখবেন বা কোনটি নয় - এই সমস্ত জিনিস মনকে প্রভাবিত করে। হতেই পারে আপনার একঘেয়েমি ও ক্লান্তি দূর করল, আবার মনকে অবসাদগ্রস্ত করে তুলতে পারে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই জন্মায়