শিক্ষক দিবস পালন করুন একেবারে ভিন্ন ভাবে। এই বিশেষ দিনে সবার আগে কৃজ্ঞতা জানান শিক্ষক-শিক্ষিকাকে। এবছর কৃতজ্ঞতা জানান অভিনব উপায়। দেখে নিন কী কী করবেন।
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর দিনটি পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়। এই দিনটি প্রত্যেকেই তাঁর নিজের শিক্ষককে সম্মান প্রদান করে থাকেন। এই দিন শিক্ষককে শ্রদ্ধা জ্ঞাপন ও উপহার দেওয়ার চল রয়েছে সর্বত্র। এবছর শিক্ষক দিবস পালন করুন একেবারে ভিন্ন ভাবে। এই বিশেষ দিনে সবার আগে কৃজ্ঞতা জানান শিক্ষক-শিক্ষিকাকে। এবছর কৃতজ্ঞতা জানান অভিনব উপায়। দেখে নিন কী কী করবেন।
Thank You কার্ড
Thank You কার্ড দিতে পারেন আপনার শিক্ষক-শিক্ষিকাকে। নিজের হাতে তৈরি করুন কার্ড। সেখানে লিখুন এক বিশেষ মেসেজ। যাতে প্রকাশ পাক আপনার মনের কথা। সেখানে অবশ্যই উল্লেখ করুন, তাঁকে শিক্ষক হিসেবে পেয়ে আপনি কতখানি কৃতজ্ঞ। আপনার মনের কথা ব্যক্ত করুন।
ফুল বা ছোট উপহার
ফুল বা ছোট উপহার দিন শিক্ষক-শিক্ষিকাকে। আজ ফুলের বুকে কিনে নিন। সঙ্গে শিক্ষকের পছন্দের জিনিস উপহার দিন। একেবারে ভিন্ন ভাবে পালন করুন দিনটি। উপহার হিসেবে পেন দিতে পারেন। শিক্ষক দিবসে বই উপহার দিন। সবার আগে জানান চেষ্টা করুন আপনার প্রিয় শিক্ষকের পছন্দের লেখক কে। সেই লেখকের বউ উপহার দিন। ইউনিক কিছু দিতে চাইলে প্ল্যান্ট বা গাছ উপহার দিন। কাস্টমাইজড নোটপ্যাড উপহার গিতে পারেন। চাইলে চকোলেট বা ড্রাই ফ্রুটসের অপশন তো আছেই। বিভিন্ন সুসজ্জিত বক্সে ড্রাই ফ্রুটস পাওয়া যায়। পছন্দসই কিনে নিন। এমন উপহার দিন।
বিশেষ পরিকল্পনা-
শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাইলে আজকের দিনের পরিকল্পনা করুন। আজ বিশেষ ভাবে দিন পরিকল্পনা করে নিন। আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। কুইজ, গানের অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনও কালচারাল অনুষ্ঠানের আয়োজন ক রতে পারেন।
বক্তৃতা
শিক্ষকের প্রতি বিশেষ সম্মান জ্ঞাপনে আজ বক্তৃতা দিতে পারেন। আপনার বক্তৃতা প্রকাশ পায় বিভিন্ন অজানা তথ্য। এরই সঙ্গে সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। শিক্ষকরা আপনার জীবনের চলার পথ কতটা সহজ করেছে তা জানান। আজ শিক্ষকের মন জয় করতে বক্তৃতা দিতে পারেন। এতে আপনার সঙ্গে শিক্ষকের সম্পর্কের উন্নতি ঘটবে। এই বছর শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকাকে কৃতজ্ঞতা জানান এই বিশেষ উপায়। এতে উন্নত হবে আপনার ও আপনার শিক্ষকের সম্পর্ক।
আরও পড়ুন
Teachers' Day 2023: এই ভাবে শিক্ষক দিবস পালন করে চমকে দিন নিজের প্রিয় শিক্ষকদের
Teachers day 2023: দর্শনের বই দেখিয়েছিল চলার পথ, সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে জানুন তাঁকে