Vishwakarma Puja 2025: পুজোর দিনে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Sep 16, 2025, 04:03 PM IST

এই প্রবন্ধটি বিশ্বকর্মা পুজোর একাধিক শুভেচ্ছা বার্তা সংকলন করে। এই বার্তাগুলির মাধ্যমে ভগবান বিশ্বকর্মার কাছে পেশাগত জীবনে সাফল্য, আনন্দ এবং জীবনের সকল জটিলতা থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়েছে।

PREV
15

ভগবান বিশ্বকর্মা আপনার পেশাদার জীবনকে সাফল্যে পূর্ণ করুক। শুভ বিশ্বকর্মা পুজো।

ভাদ্র মাসের সংক্রান্তিতে সবাই মেলে ওঠে আনন্দে। বিশ্বকর্মার কৃপায় জীবনে আসুক আনন্দ। শুভ বিশ্বকর্মা পুজো।

25

প্রভু বিশ্বকর্ম সব সময় আপনার পাশে থাকুক। শুভ বিশ্বকর্মা পুজো।

বাবা বিশ্বকর্মার আশীর্বাদে আপনার জীবনে আসুন আনন্দ। শুভ বিশ্বকর্মা পুজো।

35

বিশ্বকর্মা পুজোর পবিত্র দিন কাটুক সুখে। জীবনের সকল জটিলতা থেকে পান মুক্তি। শুভ বিশ্বকর্মা পুজো।

বিশ্বকর্মা পুজো মন্ত্র জপ করে আপনার জীবনে উন্নতি প্রাপ্ত করুক। শুভ বিশ্বকর্মা পুজো।

45

বিশ্বকর্মা পুজোর শুভক্ষণে প্রার্থনা করি আপনার ও আপনার জীবনের সকল জটিলতা দূর হোক। শুভ বিশ্বকর্মা পুজো।

বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদে পৃথিবী থেকে দূর হোক সকল কষ্ট। শুভ বিশ্বকর্মা পুজো।

55

যারা কর্মে বিশ্বাসী বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ সর্বদা তাঁদের ওপর বর্তাক। শুভ বিশ্বকর্মা পুজো।

বিশ্বকর্মা ঠাকুরের হাত সর্বদা থাকুক আপনার মাথার ওপর। শুভ বিশ্বকর্মা পুজো।

Read more Photos on
click me!

Recommended Stories