বর্তমান সময়ে শিশুদের মধ্যে মোবাইল ফোনের নেশা অনেক বেড়ে গিয়েছে। এই নেশা কাটানোর জন্য কী করা যেতে পারে, সে বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল।
বর্তমান সময়ে বেশিরভাগ পরিবারেই এক সন্তান। ফলে বাড়ির সবার আদরের সেই সন্তান যা চাইছে সেটাই পেয়ে যাচ্ছে। এমনকী, বাড়ির বড়দের মোবাইল ফোনও ব্যবহার করছে শিশুরা। ইউটিউবের প্রতি শিশুদের বিশেষ আকর্ষণ দেখা যাচ্ছে। মোবাইল ফোন কেড়ে নিলেই শিশুরা কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলছে। ফলে অনেক পরিবারেই অভিভাবকরা শিশুদের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিতে দ্বিধাবোধ করছেন। এই পরিস্থিতিতে যাতে শিশুদের কান্নাকাটি এবং একইসঙ্গে মোবাইল ফোনের নেশা এড়ানো যায়, তার জন্য কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। তাহলে সবদিকই রক্ষা পাবে। সেই উপায়ই দেখে নিন।
সেটিংস বদল করুন
শিশুদের জন্য মোবাইল ফোনের সেটিংসে বদল আনা যেতে পারে। স্ক্রিন টাইম লিমিট সেট করা থাকলে নির্দিষ্ট সময়ের পর মোবাইল ফোন লক হয়ে যাবে। সেক্ষেত্রে শিশুদের পক্ষে আর ফোন ব্যবহার করা সম্ভব হবে না। তখন তাদের বোঝানো যেতে পারে, এই নির্দিষ্ট সময় পর্যন্তই ফোন ব্যবহার করা যায়।
অ্যাপ লক করুন
মোবাইল ফোনে নির্দিষ্ট কিছু অ্যাপ যদি লক করা থাকে, তাহলে শিশুদের পক্ষে পিন বা পাসওয়ার্ড ছাড়া সেই অ্যাপগুলি ব্যবহার করা সম্ভব হবে না। তখন তারা মোবাইল ফোনের প্রতি আকর্ষণ হারাতে পারে।
কিডস মোড চালু করুন
এখন বেশিরভাগ শিশুই ইউটিউব দেখে। এই কারণে ইউটিউবে কিডস মোড চালু করা উচিত। সেক্ষেত্রে তারা বয়সের অনুপযুক্ত কোনও বিষয়বস্তু দেখতে পাবে না।
সন্তানের সামনে মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলুন
শিশুরা যদি বাবা-মাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে, তাহলে তারাও মোবাইল ফোনের প্রতি আকর্ষণ অনুভব করবে। শিশুদের সামনে বই পড়লে, খেলা করলে তারাও সেটাই করবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বাচ্চা মিষ্টি খেতে খুব ভালবাসে? এই ক্ষতিকর অভ্যাস ছাড়ান দ্রুত! রইল ৬টি সহজ টিপস
১ মাসে পার্থক্য বুঝতে পারবেন আপনিও, এই কয়েকটা খাবারে হুহু করে বাড়বে বাচ্চার উচ্চতা
শিশুদের দুধে মিশিয়ে দিন এই উপাদানগুলি, কয়েক সপ্তাহে বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা