যোগী ফের মুখ্যমন্ত্রী হলে তবেই দাড়ি ও চুল কাটবেন, প্রতিজ্ঞা করলেন রাজারাম

নির্বাচনের (Election) ফল জানিয়ে দিল, যোগী আদিত্যনাথ সত্যিই নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রমান করেছেন। তিনি সাধারণ মানুষের থেকে পেয়েছেন প্রচুর ভালোবাসা। তাঁকে একটাই ভালোবাসেন যে, তার জন্য কঠিন প্রতিজ্ঞা নিলেন এক ব্যক্তি। পঞ্জাবের সদর বাজার (Sadar Bazar) এলাকার ঝান্ডা কালান বলে একটি জায়গা আগে। সেখানের মহল্লা ঝান্ডা কলানের বাসিন্দা রাজারাম। যিনি যোগী আদিত্যনাথের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। বলছেন, যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত দাড়ি কাটবেন না। 

মাত্র পাঁচ ফুট উচ্চতার একজন ব্যক্তি। দেশের সব থেকে বড় রাজ্যের শাসনভার চেপে ছিল তাঁরই কাঁধে। ২০১৭ সালে যখন যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অপ্রত্যাশিত ভাবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তখন অবাক হয়েছিলেন সকলে। কিন্তু, তিনি যে সে পদের যোগ্য তা প্রমাণিত হয়েছে বার বার। এখন সেই সকল মানুষগুলো তার ভক্ত। তার প্রমাণ মিলেছে ২০২২ সালের নির্বাচনে। এই নির্বাচনের (Election) ফল জানিয়ে দিল, যোগী আদিত্যনাথ সত্যিই নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রমান করেছেন। তিনি সাধারণ মানুষের থেকে পেয়েছেন প্রচুর ভালোবাসা। তাঁকে একটাই ভালোবাসেন যে, তার জন্য কঠিন শপথ নিলেন এক ব্যক্তি। 

পঞ্জাবের সদর বাজার (Sadar Bazar) এলাকার ঝান্ডা কালান বলে একটি জায়গা আগে। সেখানের মহল্লা ঝান্ডা কলানের বাসিন্দা রাজারাম। যিনি যোগী আদিত্যনাথের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। বলছেন, যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত দাড়ি কাটবেন না। রাজারাম এরা আগেও খবরে এসেছিলেন। সেবার তিনি প্রতিজ্ঞা নিয়েছিনে মোদীর জন্য। বলেছিলেন, নরেন্দ্রমোদী প্রধানমন্ত্রী হলে তবেই তিনি দাড়ি ও চুল কাটবেন। সেই প্রতিজ্ঞা তিনি রাখেনও। এবার ফের একই পথে হাঁটলেন রাজারাম। যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত পালন করবেন এমন কঠিন পরিশ্রম। 

এরই সঙ্গে রাজারাম আশা প্রকাশ করেছেন যে যোগী মুখ্যমন্ত্রী হলে, সরকার তার করুন অবস্থার জন্য করুণা করবে। তাঁকে আবাসন ও পেনসেন প্রদান করবেন। মুচি হিসেবে জীবিকা নির্বাহ করেন তিনি। তাঁর স্ত্রী মারা গিয়েছেন। দুই ছেলে আছে তাঁর যার মধ্যে বড় দীপু দিব্যাং। প্রতিবন্ধি এই ছেলের ওপর ভরসা করেই থাকেন তিনি। রাজারামের ছোট ছেলে প্রদীপ ছোট খাটো কাজ করেন। তার সাহায্যেই তাদের দু বেলা দু মুঠো খাবার জোটে। এর আগে তিনি সরকারের থেকে কোনও দিন সাহায্য চাননি। তবে, এবার বার্ধক্য জনিত কারণে নিজের কর্মক্ষমতা হারিয়েছেন। তাই আশা করছেন সরকার তাঁকে নূন্যতম সাহায্য করবে। সরকারের সাহায্যে তাঁর অবস্থার সামান্য পরিবর্তন হবে। তবে, রাজারামের চুল (Hair) ও দাড়ি (Beard) না কাটার প্রতিজ্ঞা নজর কেড়েছে তামাম ভারতবাসীর। তার কর্মে প্রস্ফুটিত হয়েছে, যোগী আদিনাথের প্রতি তাঁর শ্রদ্ধা (Respect) ও সম্মান।  
আরও পড়ুন- প্রকাশিত হল কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট পরীক্ষার দিন, জেনে নিন বিস্তারিত

Latest Videos

আরও পড়ুন- কলকাতা সহ অন্যান্য শহরে পেট্রোলের দামের গতি প্রকৃতি কেমন রয়েছে জেনে নিন

আরও পড়ুন- প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ অয়েল ইন্ডিয়া-এ, যোগ্যতা ও অন্যান্য বিষয়ে জানতে পড়ুন

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন