৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা-সহ লঞ্চ করছে রেডমি নোট ৮

Published : Nov 05, 2019, 12:27 PM ISTUpdated : Nov 16, 2019, 04:38 PM IST
৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা-সহ লঞ্চ করছে রেডমি নোট ৮

সংক্ষিপ্ত

চীন ও ভারতে একসঙ্গে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন ভারতে প্রযুক্তির বাজারে বেশ প্রভাব ফেলবে বলেই আশা রাখতে সংস্থা ৫ নভেম্বর দুই দেশেই এই স্মার্ট ফোনের লঞ্চ ইভেন্ট সাধ্যের মধ্যে দুর্দান্ত ফিচার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের

মঙ্গলবার চীন ও ভারতে একসঙ্গে লঞ্চ হচ্ছে রেডমি নোট ৮ স্মার্টফোন। ভারতে প্রযুক্তির বাজারে বেশ প্রভাব ফেলবে বলেই আশা রাখতে সংস্থা। কারন, সাধ্যের মধ্যে দুর্দান্ত ফিচার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। ৫ নভেম্বর ১১টা ৩০ মিনিটে শুরু এই স্মার্ট ফোনের লঞ্চ ইভেন্ট। আজ বেলা ১২টা থেকে অ্যামাজন ডট ইন এবং এমআই ডট কম-এ রেডমি নোট ৮ -এর বিক্রি শুরু। জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশন।

আরও পড়ুন- চলতি মাসেই আটটি পলিসি বন্ধ করতে চলেছে এলআইসি , আপনারটি সেই তালিকায় নেই তো

রেডমি নোট ৮ ফোনে থাকছে ৪ জিবি ব়্যাম সহ ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। এর সঙ্গে থাকছে ৬.৩০ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লে রেজোলিউশন ১০৮০x২২৮০ পিক্সেল। অপারেটিং সিস্টেম হিসাবে এই রেডমি নোট ৮ -এ ব্যবহার করা হয়েছে অ্যানন্ড্রয়েড ৯.০।

আরও পড়ুন- ৫৪২ টাকাতেই পেয়ে যাবেন দুর্দান্ত স্মার্টফোন, জেনে নিন ফিচারগুলি

রেডমি নোট ৮ ফোনে সেলফি ক্যামেরার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ১) ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ২) ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ৩) ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ৪) ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।  একই সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্টের সঙ্গে ৪০০০ এমএএইচের ব্যাটারি।  

আরও পড়ুন- মধ্যবিত্তের মাথায় হাত, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

রেডমি নোট ৮ ফোনের ৪ জিবি ও  ব়্যাম ও  ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ -এর দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। ৬ জিবি ও  ব়্যাম ও  ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ -এর দাম ধার্য করা হয়েছে ১২,৯৯৯ টাকা। তাই ভুলেও এই অফার হাতছাড়া হতে দেবেন না। 

PREV
click me!

Recommended Stories

নিজের উপর প্রতিশোধ নিতেই রাতভর জেগে থাকছেন! মানসিক সমস্যা দূর করবেন কীভাবে?
লেবু দিয়ে সহজে পরিষ্কার করা যায় এমন ৭টি জিনিস