- Home
- West Bengal
- Kolkata
- নবান্ন অভিযানে বিশৃঙ্খলা ঠেকাতে ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন পথে গেলে তাড়াতাড়ি পৌঁছবেন গন্তব্যে? জানুন এক ক্লিকে
নবান্ন অভিযানে বিশৃঙ্খলা ঠেকাতে ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন পথে গেলে তাড়াতাড়ি পৌঁছবেন গন্তব্যে? জানুন এক ক্লিকে
Kolkata Traffic Update: শনিবার আরজি করের চিকিৎসক তরুণী ধর্ষন-খুনের একবছর। মেয়ের মৃত্যুর ন্যায় বিচার পেতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তিলোত্তমার বাবা-মা। ফলে বিশৃঙ্খলা এড়াতে শহরের যান চলাচলে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। দেখুন গ্যালারিতে…

নবান্ন অভিযানে ট্র্যাফিক নিয়ন্ত্রণ
শনিবার নবান্ন অভিযানে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের কড়া ব্যবস্থা, হাওড়া ও কলকাতায় একাধিক রুটে যান চলাচলে বিধিনিষেধ। পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে ৯ অগাস্ট সকাল থেকেই হাওড়া কমিশনারেট এলাকায় কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণের ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। জন নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের স্বার্থে ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন রুটে পণ্যবাহী যান, অটো ও টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও জানানো হয়েছে।
পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ
হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, জরুরি পরিষেবার গাড়ি (যেমন এলপিজি, সবজি, ওষুধ, মাছ, ফল ও দুধবাহী গাড়ি) ছাড়া অন্য সব ধরনের পণ্যবাহী যানবাহন নির্দিষ্ট রুটে প্রবেশ করতে পারবে না।
কোন কোন রাস্তায় চলবে না গাড়ি?
আলামপুর ফ্লাইওভারের নিচ থেকে আন্দুল রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া রুট:-
নিভরা-১ ও ২ পয়েন্ট থেকে কোনা এক্সপ্রেসওয়ে
দ্বিতীয় হুগলি সেতুর র্যাম্প হয়ে মণ্ডিরতলা
কোনা ট্রাক টার্মিনাল থেকে কলকাতা ও হাওড়া সিটি দিকে দ্বিতীয় হুগলি সেতু সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়ে
সালাপ বাজার, বঙ্করা-দাসনগর রোড, ফোরশোর রোড, বাগাইচা, আলমোহন দাস রোড, লিলুয়া স্টেশন রোড সহ একাধিক রুটে প্রবেশ নিষিদ্ধ।
সব ধরনের যানবাহনের জন্য রুট ডাইভারশন
পুলিশ সূত্রে খবর, সাধারণ গাড়ি, বাসসহ সব ধরনের যানবাহনের ক্ষেত্রেও একাধিক ডাইভারশন থাকবে। আলামপুর ক্রসিং, নিভরা পয়েন্ট, টিসি মোটরস, সালাপ থেকে কলকাতাগামী গাড়ি যাবে নিবেদিতা সেতুর দিকে।
বেলেপোল, সাঁত্রাগাছি, ইছাপুর, শাঁপুর মোড়, চ্যাটার্জিপাড়া থেকে কলকাতাগামী গাড়ি যাবে ইস্ট-ওয়েস্ট বাইপাস হয়ে ফাঁসিতলা বা বেনারস রোড-সালকিয়া হয়ে।
বেনারস রোড, এইচএম বোস রোড, আর.বি. সেতু ক্রসিং সহ একাধিক জায়গায় মোড় ঘুরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে গোলাবাড়ি, কৈলাতলা, বাঁধঘাট, পাঁচান্তলা, হাওড়া ময়দান থেকেও গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
নিষেধাজ্ঞার আওতায় কোন কোন সড়ক?
কলকাতা পুলিশ সূত্রে খবর, বিদ্যাসাগর সেতু ও এর র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডি এইচ রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, কয়লা ঘাট রোড, রিমাউন্ট রোডসহ কলকাতা ডক ও বন্দর এলাকার সংযোগকারী সমস্ত ফিডার রোড। জওহরলাল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোড, মায়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হাসপাতাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, কাসুয়ারিনা অ্যাভিনিউ, ক্যাথেড্রাল রোড, এজিসি বসু রোড, এস এন ব্যানার্জি রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট, কিংসওয়ে, সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড, এম জি রোড, স্ট্র্যান্ড ব্যাংক রোড, কেকেএ ট্যাগোর স্ট্রিট, কলাকর স্ট্রিট, ব্রেবোর্ন রোড এবং হাওড়া ব্রিজ। এই সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় আজ কড়া হাতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে।

