রোজ ডে-তে শুধু লাল গোলাপ নয়, প্রিয় মানুষকে দিতে পারেন এই কয়টি রোম্যান্টিক উপহার, দেখে নিন কী কী

প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। এদিন মনের মানুষকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান সকল প্রেমিক-প্রেমিকারা। এবার শুধু গোলাপ নয়, সঙ্গে থাক কয়টি রোম্যান্টিক উপহার (Romantic Gifts)। দেখে নিন কী দিতে পারেন। 

ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। রোজ ডে, কিস ডে (Kiss Day), টেডি ডে থেকে হাগ ডে (Hug Day)- রয়েছে কত কী। সব শেষে ভ্যালেন্টাইন্স ডে (Valentine Day)। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। তারপর একে একে আসে বাকি দিনগুলো। আর সব শেষে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আজ ৭ ফেব্রুয়ারি অর্থাৎ রোড ডে। এদিন মনের মানুষকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান সকল প্রেমিক-প্রেমিকারা। এবার শুধু গোলাপ নয়, সঙ্গে থাক কয়টি রোম্যান্টিক উপহার (Romantic Gifts)। দেখে নিন কী দিতে পারেন। 

মিনি টেডির ও লাল গোলাপ
প্রেমিকার মন কাড়তে তাকে শুধু গোলাপ নয়, সঙ্গে দিন মিনি টেডি (Mini Teddy)। সব মেয়েরাই কম-বেশি টেডি পছন্দ করে। কিন্তু, রোড ডে-র উপহার হিসেবে মিনি টেডি মন কাড়বে। একটি বড় মাপের বাক্সে টেডি আর গোলাপ ভরে সুন্দর করে সাজিয়ে নিন। রোজ ডে তে এই উপহার থাক মনের মানুষের জন্য। 

Latest Videos

গোলাপের শো পিসের 
এবছরের রোজ ডে পালন করুন একেবারে অন্য ভাবে। গোলাপ দিয়ে প্রতিবছর তো শুভেচ্ছা জানান। এবার গোলাপ নয়, বরং গোলাপের শো পিস। কাঁচের বাক্সের মধ্যে কাপড় কিংবা প্লাস্টিকের মতো কোনও জিনিস দিয়ে তৈরি গোলাপ পাওয়া যায় বাজারে। এবার বান্ধবীকে উপহার দিন সেই শো পিসটি। এটি শুকিয়ে গেলে ফেলে দিতে হবে না, বরং সারা জীবন সঙ্গে রেখে দিতে পারবে। 

গোলাপের বুকে
একটি গোলাপ নয়, বরং মনের মানুষকে উপহার দিন গোলাপের বুকে (Rose Bouquet)। সুসজ্জিত এই বুকে একেবারে অন্য রকম করে তুলবে এই স্পেশ্যাল দিনটি। ফুলের বুকের কাজ এবার উপহার দিন মনের মানুষকে। 

ল্যাম্প
এবার একেবারে অন্যরকম করে তুলুন রোজ ডে। বোতলের ল্যাম্প (Bottle Lamp) উপহার দিতে পারেন। এগুলো দেখতে খুবই সুন্দর হয়। কাঁচের বোতলের মধ্যে লাইট দিয়ে ল্যাম্প তৈরি করা হয়। চাইলে নিজের হাতে বানিয়ে এই ল্যাম্প মনের মানুষকে দিতে পারেন। এই উপহার অন্য রকম করে তুলবে আজকের দিনটি। 

আরও পড়ুন: রোজ ডে-তে শুধু সঙ্গীকে নয় গোলাপ দিতে পারেন সবাইকে, জেনে নিন রঙ বিশেষে তার অর্থ

আরও পড়ুন: রইল রোজ ডে-র সেরা ১০ শুভেচ্ছা বার্তা, দেখে নিন এক নজরে

সোনালি গোলাপ
লাল নয়, সোনালি গোলাপ (Golden Rose) উপহার দিন মনের মানুষকে। লাল বক্সের মধ্যে সোনালি গোলাপ মন কাড়বে সকলের। মনের মানুষকে রোজ ডে-তে এই উপহার দিন।  
 

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি