খাবার ছাড়াও ছয় কাজে ব্যবহার করুন নুন, জানুন নুনের গুণ

রান্না ছাড়াও নুনের ব্যবহার অনেক

কেবল স্বাদে নয়, গুণেও সেরা নুন

রান্না ছাড়াও এই ছয় কাজে ব্যবহার করুন নুন

ম্যাজিকের মতন কাজ করবে নুন

Jayita Chandra | Published : Aug 12, 2019 2:40 PM IST

খাবারে থাকবে না নুন, তাও আবার হয় নাকি! কিন্তু এমনই অনেকেই আছেন যাঁরা হয়তো নুনের পরিমাণ কম খান। কিন্তু নুন ছাড়া খাবার যেন বিষাদ লাগে মুখে। তবে এবার সেই নুন কেবলই রসনার কাজে লাগবে না, বরং তা দিয়ে ম্যাজিকের মতন ফল পাওয়া যাবে ছয় কাজে।

আরও পড়ুনঃ মুখে দুর্গন্ধ হচ্ছে! সমস্যা থেকে বাঁচতে কী কী করবেন

কোন সাত কাজে নুনের গুণেই বাজিমাত জানুন।
১) কাপরের দাগ তুলতে নুনের গুণ অনস্বীকার্য। ওয়াইনের দাগ যদি কাপরে থাকে তবে ডিটার্জেন্টের সঙ্গে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিন। দেখবে দাগ গায়েব।
২) মৌমাছির কামড়ের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন নুন। মৌমাছি কামড়ানোর পর ক্ষত স্থানে নুন জল লাগিয়ে নিলে সমাধান মেলে অনেক।
৩) কফি খেতে তেতো লাগে! তবে হাতের কাছে রাখুন সামান্য নুন। কড়া কফি খেতে না পারলে কাপে সামান্য নুন মিশিয়ে নিন। দেখবেন তেতো ভাব অনেকটাই কেটে গিয়েছে।
৪) ডিমের খোসা ছাড়াতে সমস্যা হচ্ছে! ডিমের খোসা ছাড়াতে অনেক বেশি সুবিধা হয় যদি জলে সামান্য পরিমাণে নুন দিয়ে রাখা যায় সেদ্ধ করার সময়।
৫) জুতোর মধ্যে থেকে অনেকেরই খুবই দুর্গন্ধ বের হয়। এই অবস্থায় যদি জুতোর ভেতরে সামান্য নুন ছিটিয়ে দেওয়া যায় তবে গন্ধ অনেকটা চলে যায়। 
৬) কাটা ফল আলুতে লালচে দাগ পরে যায়। এই সমস্যা অনায়াসে এড়ানো যায় যদি তা সামান্য নুন জলে ভিজিয়ে রাখা যায়। 
 

Share this article
click me!