স্পেশ্যাল হয়ে উঠুক নারী দিবস, জেনে নিন কী করবেন, রইল সহজ কয়টি টোটকা

৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে (International Women’s Day)। বিভিন্ন স্থানে নারীদের সম্মান জানাতে পালিত হয় নানান অনুষ্ঠান। এবার রইল কয়টি টিপস। বছরের এই একটা দিন মা, বোন, স্ত্রী কিংবা মনের মানুষকে জানান বিশেষ সম্মাননা। জেনে নিন দিনটি কীভাবে স্পেশ্যাল (Special) করে তুলবেন।

প্রতিবছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে (International Women’s Day)। বিভিন্ন স্থানে নারীদের সম্মান জানাতে পালিত হয় নানান অনুষ্ঠান। অফিসে উপহার (Gifts) দেওয়া হন মহিলা কর্মীদের। আবার স্কুলে শিক্ষিকাদের দেওয়া হয় বিশেষ উপহার। এই দিনটা পালন করা হয় একেবারে অন্যভাবে। এবার রইল কয়টি টিপস। বছরের এই একটা দিন মা, বোন, স্ত্রী কিংবা মনের মানুষকে জানান বিশেষ সম্মাননা। জেনে নিন দিনটি কীভাবে স্পেশ্যাল (Special) করে তুলবেন। 

নারী দিবসের (International Women’s Day) সকালটা হোক একেবারে অন্যভাবে। এই দিন আপনি নিজে কফি বানান। সকালে কফি পার্টির আয়োজন করুন। সারাটা দিন হয়তো ব্যস্ততার মধ্যে কাটবে। কিংন্তু এই দিনটা শুরু করুন অন্যভাবে। সকালে কফি কিংবা চা বানিয়ে তাকে সারপ্রাইজ দিন। তাকে বোঝান আপনার জীবনে সেই মানুষটার গুরুত্ব। সকালবেলা নিজের হাতে বানানো কার্ড উপহার দিতে পারেন। এটা কার্ডে এমন কিছু লিখুন, যা তার মনে থাকবে। মাকে উপহার দিতে চাইলেন, আপনি তাঁর প্রতি কতটা কৃতজ্ঞ তা জানান। স্ত্রী কিংবা বোনের প্রতি বার্তা থাক অন্যরকম।   

Latest Videos

মুভি ডেটের (Movie Date) প্ল্যান করতে পারেন। নারী কেন্দ্রিক ছবি দেখতে যান। অথবা বাড়িতে বসে মুভি ডেটের প্ল্যান করুন। অনলাইনে সব রকম সিনেমা দেখা যায়। ইন্টারনেট ঘেঁটে এমন একটি ছবি বেছে নিন। ঘরে, সিনেমা দেখার জন্য চেয়ার, টেবিল সাজিয়ে সিনেমা হলের পরিবেশ গড়ে তুলুন। আর চটপট চালিয়ে ফেলুন কোনও নারী কেন্দ্রিক ছবি। 

উপহার দিতে ভুলবেন না। তার পছন্দের মতো উপহার দিন। দিতে পারেন কসমেটিক্স প্রোডাক্ট (Cosmetic Products), কিংবা কোনও প্রয়োজনীয় জিনিস উপহার দিতে পারেন। দিতে পারে কোনও গিফট হ্যাম্পার। অথবা বাজেট বেশি থাকলে দিতে পারেন কোনও অ্যাপ্লায়েন্স।  

নিজের হাতে কেক বানিয়ে সারপ্রাইজ (Surprise) দিন তাঁকে। অথবা বানাতে পারেন চকোলেট। ওমেন্স ডে (International Women’s Day) স্পেশ্যাল চকোলেট বানান। ওমেন্স ডে-তে তাকে স্পেশ্যাল কিছু উপহার দিন। চাইলে তাঁকে রান্না করে কিছু খাওয়াতে পারে। প্ল্যান করুন ডিনার ডেটের। বাইরে যেতে না পারলে বাড়িতেই বানিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করুন। সব সময় সে তো আপনার জন্য এই সব আয়োজন করে, এই একটা দিন নয় আপনি করলেন। 

বাড়িতে মজার গেমসের আয়োজ করতে পারেন। খেলুন ট্রিভিয়া চ্যালেঞ্জ (Trivia Challenge)। গেমটিতে অংশগ্রহণকারীদের তাদের সারা বিশ্ব থেকে বিশিষ্ট নারীদের সনাক্ত করতে হবে। এই মজার গেমটি দিনটি অন্যরকম করে তুলবে। 

আরও পড়ুন- উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ দফায় 'হটসিট' কাশী বিশ্বনাথ ধাম, বেড়েছিল রাজনীতিকদের আনাগোনা

আরও পড়ুন- 'স্ত্রী ইউক্রেনিয়ান, সরকারি ব্যবস্থায় তাঁকে প্লেনে নেওয়া যাবে না', চাঞ্চল্যকর অভিযোগ

আরও পড়ুন- দাঁত সাদা হবে ঘরোয়া টোটকার গুণে, জেনে নিন কী ব্যবহার করবেন
  
 

Share this article
click me!

Latest Videos

সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মমতাকেই দুষলেন শুভেন্দু, দেখুন কী বলছেন তিনি
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News